DDA Housing Scheme: ডিডিএ হাউজিং স্কিমের জন্য কী ভাবে আবেদন করতে হবে?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
DDA হাউজিং স্কিমের জন্য আবেদন প্রক্রিয়া:
#নয়াদিল্লি: দিল্লি ডেভেলপমেন্ট অথোরিটি (DDA) প্রতি বছর নতুন হাউজিং স্কিম লঞ্চ করে, যার অধীনে গ্রাহকেরা দিল্লি শহরের বিভিন্ন জায়গায় এই সরকারি সংস্থা দ্বারা বানানো ফ্ল্যাট কিনতে পারেন। নিম্ন আয় গ্রুপ (LIG), মধ্য বা মাঝারি আয় গ্রুপ (MIG) এবং উচ্চ আয়ের গ্রুপ (HIG)-- এই তিন ধরনের গ্রুপে ক্রেতাদের বিভক্ত করে আবাসন ইউনিটগুলি তৈরি করা হয়। স্বাভাবিক ভাবেই, HIG ফ্ল্যাটগুলির দাম সব থেকে বেশি হয় এবং LIG ফ্ল্যাটের দাম সব থেকে কম হয়। এই ফ্ল্যাট পাওয়ার জন্য প্রথমে আবেদন করতে হয়। এর পর লাকি-ড্র লটারির মাধ্যমে নির্বাচিত করে শুধুমাত্র লাকি নম্বরগুলিকে অনুমোদন দেওয়া হয়।
DDA হাউজিং স্কিমের জন্য আবেদন প্রক্রিয়া:
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
DDA হাউজিং স্কিমে আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি (ছবিটি jpg বা png বা jpeg ফর্ম্যাটে হতে হবে এবং ছবির সাইজ ৫০kb থেকে বেশি হওয়া যাবে না)।
- আবেদনকারীর স্বাক্ষর jpg বা png বা jpeg ফর্ম্যাটে হতে হবে এবং সাইজ ৫০kb-এর চেয়ে বেশি হওয়া যাবে না।
- যৌথ আবেদনকারীর ছবি jpg বা png বা jpeg ফর্ম্যাটে হতে হবে এবং ছবির সাইজ ৫০kb-এর মধ্যে থাকতে হবে (প্রযোজ্য হলে)।
- যৌথ আবেদনকারীর স্বাক্ষর jpg বা png বা jpeg ফর্ম্যাটে হতে হবে এবং সাইজ ৫০kb-এর মধ্যে হতে হবে (প্রযোজ্য হলে)।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 12, 2021 9:23 AM IST









