Indian Currency: কোন নোট ছাপতে RBI-এর কত টাকা খরচা হয় ?

Last Updated:

মিডিয়া রিপোর্টস অনুযায়ী, RBI-কে নোট ছাপার জন্য মিনিমাম রিজার্ভ সিস্টেম নিয়ম মেনে চলতে হয় ৷

#নয়াদিল্লি: প্রতিদিন ব্যবহার করে থাকলেও বেশির ভাগ মানুষই জানেন না নোট ছাপতে কত টাকা খরচা হয় ৷ ৫০,১০০, ৫০০ ও ২০০০ টাকার নোট কে জারি করে, কে ছাপে এবং প্রত্যেক নোটের পিছনে কত টাকা খরচা হয় বেশির ভাগ মানুষেরই অজানা ৷  ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কারেন্সি (Indian Currency) জারি করার অধিকার রয়েছে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, RBI-কে নোট ছাপার জন্য মিনিমাম রিজার্ভ সিস্টেম নিয়ম মেনে চলতে হয় ৷ এই নিয়ম ১৯৫৬ সালে জারি করা হয় ৷ রিজার্ভ ব্যাঙ্ককে কারেন্সি নোট প্রিন্টিংয়ের জন্য ন্যূনতম ২০০ কোটি টাকার রিজার্ভ সব সময় রাখতে হয় ৷ এর মধ্যে ১১৫ কোটি টাকা সোনা ও ৮৫ কোটি টাকা বিদেশি কারেন্সি হিসেবে রাখতে হয় ৷
বর্তমানে দেশে 2000, 500, 200, 100, 50, 20, 10, 5, 2 ও 1 টাকার নোট বাজারে চালু রয়েছে ৷ ১০০০ টাকার নোট ২০১৬ সালে নোটবন্দির সময় বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল ৷
advertisement
৫ টাকার প্রথম নোট ছাপা হয়েছিল -
১ এপ্রিল ১৯৩৫ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল ৷ এর তিন বছর পর ১৯৩৮ সালে জানুয়ারি মাসে আরবিআই প্রথম বার ৫ টাকার কারেন্সি (Indian Currency) নোট জারি করেছিল ৷ এই নোটে কিং জর্জ VI-এর ছবি প্রিন্ট করা হয়েছিল ৷ স্বাধীনতার ৯ বছর আগে রিজার্ভ ব্যাঙ্ক প্রথম কারেন্সি জারি করেছিল ৷ এরপর ১০ টাকা, ১০০ টাকা, ১০০০ টাকা ও ১০,০০০ টাকার কারেন্সি জারি করা হয়েছিল ৷
advertisement
কোন নোট ছাপতে কত টাকা খরচা হয় (Indian Currency)
আলাদা আলাদা নোট ছাপতে আলাদা টাকা খরচা হয় ৷ ২০০ টাকা নোট ছাপার জন্য ২.৯৩ টাকা প্রতি নোটে খরচা হয় ৷ ৫০০ টাকার নোট ছাপতে খরচা হয় ২.৯৪ টাকা ৷ এই নোটে লাল কেল্লার ছবি রয়েছে ৷ অন্যদিকে ২০০০ টাকা নোট ছাপার জন্য প্রতি নোটে ৩.৫৪ টাকা খরচা হয় ৷ এটা বর্তমানে দেশের সবচেয়ে বড় নোট ৷ এই নোটের উপরে মঙ্গলযানের ছবি প্রিন্ট করা রয়েছে ৷ নোটবন্দির পর কেন্দ্রের তরফে ২০০০ টাকার নোট জারি করা হয়েছিল ৷
advertisement
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Currency: কোন নোট ছাপতে RBI-এর কত টাকা খরচা হয় ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement