Indian Currency: কোন নোট ছাপতে RBI-এর কত টাকা খরচা হয় ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, RBI-কে নোট ছাপার জন্য মিনিমাম রিজার্ভ সিস্টেম নিয়ম মেনে চলতে হয় ৷
#নয়াদিল্লি: প্রতিদিন ব্যবহার করে থাকলেও বেশির ভাগ মানুষই জানেন না নোট ছাপতে কত টাকা খরচা হয় ৷ ৫০,১০০, ৫০০ ও ২০০০ টাকার নোট কে জারি করে, কে ছাপে এবং প্রত্যেক নোটের পিছনে কত টাকা খরচা হয় বেশির ভাগ মানুষেরই অজানা ৷ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কারেন্সি (Indian Currency) জারি করার অধিকার রয়েছে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, RBI-কে নোট ছাপার জন্য মিনিমাম রিজার্ভ সিস্টেম নিয়ম মেনে চলতে হয় ৷ এই নিয়ম ১৯৫৬ সালে জারি করা হয় ৷ রিজার্ভ ব্যাঙ্ককে কারেন্সি নোট প্রিন্টিংয়ের জন্য ন্যূনতম ২০০ কোটি টাকার রিজার্ভ সব সময় রাখতে হয় ৷ এর মধ্যে ১১৫ কোটি টাকা সোনা ও ৮৫ কোটি টাকা বিদেশি কারেন্সি হিসেবে রাখতে হয় ৷
বর্তমানে দেশে 2000, 500, 200, 100, 50, 20, 10, 5, 2 ও 1 টাকার নোট বাজারে চালু রয়েছে ৷ ১০০০ টাকার নোট ২০১৬ সালে নোটবন্দির সময় বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল ৷
advertisement
৫ টাকার প্রথম নোট ছাপা হয়েছিল -
১ এপ্রিল ১৯৩৫ সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল ৷ এর তিন বছর পর ১৯৩৮ সালে জানুয়ারি মাসে আরবিআই প্রথম বার ৫ টাকার কারেন্সি (Indian Currency) নোট জারি করেছিল ৷ এই নোটে কিং জর্জ VI-এর ছবি প্রিন্ট করা হয়েছিল ৷ স্বাধীনতার ৯ বছর আগে রিজার্ভ ব্যাঙ্ক প্রথম কারেন্সি জারি করেছিল ৷ এরপর ১০ টাকা, ১০০ টাকা, ১০০০ টাকা ও ১০,০০০ টাকার কারেন্সি জারি করা হয়েছিল ৷
advertisement
কোন নোট ছাপতে কত টাকা খরচা হয় (Indian Currency)
আলাদা আলাদা নোট ছাপতে আলাদা টাকা খরচা হয় ৷ ২০০ টাকা নোট ছাপার জন্য ২.৯৩ টাকা প্রতি নোটে খরচা হয় ৷ ৫০০ টাকার নোট ছাপতে খরচা হয় ২.৯৪ টাকা ৷ এই নোটে লাল কেল্লার ছবি রয়েছে ৷ অন্যদিকে ২০০০ টাকা নোট ছাপার জন্য প্রতি নোটে ৩.৫৪ টাকা খরচা হয় ৷ এটা বর্তমানে দেশের সবচেয়ে বড় নোট ৷ এই নোটের উপরে মঙ্গলযানের ছবি প্রিন্ট করা রয়েছে ৷ নোটবন্দির পর কেন্দ্রের তরফে ২০০০ টাকার নোট জারি করা হয়েছিল ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2021 9:44 AM IST