LIC-র এই পলিসিতে প্রতিদিন ৭৬ টাকা সেভিংস করে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা!

Last Updated:
কে করতে পারবেন এই LIC পলিসি?
1/6
গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী, লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) সময় সময়ে একাধিক নতুন পলিসি লঞ্চ করে থাকে ৷ এরকমই একটি পলিসি এলআইসি-র নিউ জীবন আনন্দ পলিসি গ্রাহকদের সেভিংসের পাশাপাশি সিকিউরিটিও দিয়ে থাকে ৷ এই স্কিমের বিনিয়োগকারীরা পেয়ে যাবেন বোনাস ৷ এছাড়া রিস্ক কভার পলিসি ম্যাচিউর হওয়ার পরও জারি থাকবে ৷ পলিসিতে আপনাকে প্রতিদিন কেবল ৭৬ টাকা সেভিংস করতে হবে ৷ জেনে নিন স্কিম সম্বন্ধে বিস্তারিত....
গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী, লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) সময় সময়ে একাধিক নতুন পলিসি লঞ্চ করে থাকে ৷ এরকমই একটি পলিসি এলআইসি-র নিউ জীবন আনন্দ পলিসি গ্রাহকদের সেভিংসের পাশাপাশি সিকিউরিটিও দিয়ে থাকে ৷ এই স্কিমের বিনিয়োগকারীরা পেয়ে যাবেন বোনাস ৷ এছাড়া রিস্ক কভার পলিসি ম্যাচিউর হওয়ার পরও জারি থাকবে ৷ পলিসিতে আপনাকে প্রতিদিন কেবল ৭৬ টাকা সেভিংস করতে হবে ৷ জেনে নিন স্কিম সম্বন্ধে বিস্তারিত....
advertisement
2/6
LIC-র নিউ জীবন আনন্দ পলিসি-তে আপনি একাধিক সুবিধা পেয়ে যাবেন ৷ এখানে লাইফ টাইম কভারের পাশাপাশি বোনাসের সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
LIC-র নিউ জীবন আনন্দ পলিসি-তে আপনি একাধিক সুবিধা পেয়ে যাবেন ৷ এখানে লাইফ টাইম কভারের পাশাপাশি বোনাসের সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
advertisement
3/6
কে করতে পারবেন এই পলিসি? ১৮ থেকে ৫০ বছর বয়সের মধ্যে যে কোনও ব্যক্তি এই পলিসি করাতে পারবেন ৷ স্কিমে কমপক্ষে ১ লক্ষ টাকা সাম অ্যাসিউর্ড করতে হবে ৷ অধিকতম সাম অ্যাসিউর্ড করার কোনও লিমিট নেই ৷ অথার্ৎ আপনি যত ইচ্ছে টাকা সাম অ্যাসিউর্ড করাতে পারেন ৷
কে করতে পারবেন এই পলিসি? ১৮ থেকে ৫০ বছর বয়সের মধ্যে যে কোনও ব্যক্তি এই পলিসি করাতে পারবেন ৷ স্কিমে কমপক্ষে ১ লক্ষ টাকা সাম অ্যাসিউর্ড করতে হবে ৷ অধিকতম সাম অ্যাসিউর্ড করার কোনও লিমিট নেই ৷ অথার্ৎ আপনি যত ইচ্ছে টাকা সাম অ্যাসিউর্ড করাতে পারেন ৷
advertisement
4/6
ম্যাচিউরিটিতে এই ভাবে মিলবে ১০ লক্ষ টাকা   সাম অ্যাসিউর্ড + সিম্পল রিভার্সনরি বোনাস + ফাইনাল অ্যাডিশনাল বোনাস ৫ লক্ষ + ৫.০৪ লক্ষ + ১০ হাজার = ১০.১৪ লক্ষ পলিসির ২১ বছর হওয়ার পরও যদি পলিসি হোল্ডার জীবিত থাকেন তাহলে তিনি ১০ লক্ষের বেশি টাকা পেয়ে যাবেন
ম্যাচিউরিটিতে এই ভাবে মিলবে ১০ লক্ষ টাকা সাম অ্যাসিউর্ড + সিম্পল রিভার্সনরি বোনাস + ফাইনাল অ্যাডিশনাল বোনাস ৫ লক্ষ + ৫.০৪ লক্ষ + ১০ হাজার = ১০.১৪ লক্ষ পলিসির ২১ বছর হওয়ার পরও যদি পলিসি হোল্ডার জীবিত থাকেন তাহলে তিনি ১০ লক্ষের বেশি টাকা পেয়ে যাবেন
advertisement
5/6
পলিসিতে ১৫ বছর পর্যন্ত লাগাতার ইনভেস্ট করলে বোনাস পেয়ে যাবেন ৷ এখানে ৭৬ টাকা প্রতিদিন ইনভেস্ট করলে ম্যাচিউরিটিতে মিলবে ১০.৩৩ লক্ষ টাকা ৷ কেউ ২৪ বছর বয়সে এলআইসি জীবন আনন্দ পলিসিতে ৫ লক্ষ টাকার বিকল্প সিলেক্ট করেন তাহলে ২৬,৮১৫ টাকা প্রিমিয়াম দিতে হবে, অর্থাৎ মাসে ২২৮১ টাকা এবং দিনের হিসেবে মাত্র ৭৬ টাকা হয় ৷
পলিসিতে ১৫ বছর পর্যন্ত লাগাতার ইনভেস্ট করলে বোনাস পেয়ে যাবেন ৷ এখানে ৭৬ টাকা প্রতিদিন ইনভেস্ট করলে ম্যাচিউরিটিতে মিলবে ১০.৩৩ লক্ষ টাকা ৷ কেউ ২৪ বছর বয়সে এলআইসি জীবন আনন্দ পলিসিতে ৫ লক্ষ টাকার বিকল্প সিলেক্ট করেন তাহলে ২৬,৮১৫ টাকা প্রিমিয়াম দিতে হবে, অর্থাৎ মাসে ২২৮১ টাকা এবং দিনের হিসেবে মাত্র ৭৬ টাকা হয় ৷
advertisement
6/6
ম্যাচিউরিটিতে পলিসি হোল্ডারের মৃত্যু হলে মিলবে ৫ লক্ষ টাকা  পলিসি ম্যাচিউর হওয়ার পর পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি পেয়ে যাবেন সাম অ্যাসিউর্ড (৫ লক্ষ টাকা)৷ পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি বিমার টাকার ১২৫ শতাংশ পেয়ে যাবেন ৷ এর সঙ্গে বোনাস ও শেষ বোনাসও মিলবে ৷ পলিসিতে ১৭ বছর প্রিমিয়াম জমা দিলে এই তিনটির মধ্যে যেটা বেশি সেই টাকা দেওয়া হবে ৷
ম্যাচিউরিটিতে পলিসি হোল্ডারের মৃত্যু হলে মিলবে ৫ লক্ষ টাকা পলিসি ম্যাচিউর হওয়ার পর পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি পেয়ে যাবেন সাম অ্যাসিউর্ড (৫ লক্ষ টাকা)৷ পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি বিমার টাকার ১২৫ শতাংশ পেয়ে যাবেন ৷ এর সঙ্গে বোনাস ও শেষ বোনাসও মিলবে ৷ পলিসিতে ১৭ বছর প্রিমিয়াম জমা দিলে এই তিনটির মধ্যে যেটা বেশি সেই টাকা দেওয়া হবে ৷
advertisement
advertisement
advertisement