Petrol Diesel Price Today: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি! দেখে নিন আপনার শহরে কত হল দাম ?

Last Updated:
Petrol Diesel Price Today: দেশের একাধিক শহরে পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷
1/5
সোমবারের জন্য পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি করে দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন৷ চার দিন ধরে লাগাতার দাম বাড়ানোর পর এদিন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখল সরকারি তেল সংস্থাগুলি ৷ এদিন দিল্লিতে পেট্রোলের দাম ১০২.৩৯ টাকা ও ডিজেল ৯০.৭৭ টাকায় স্থির রয়েছে ৷
সোমবারের জন্য পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি করে দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন৷ চার দিন ধরে লাগাতার দাম বাড়ানোর পর এদিন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখল সরকারি তেল সংস্থাগুলি ৷ এদিন দিল্লিতে পেট্রোলের দাম ১০২.৩৯ টাকা ও ডিজেল ৯০.৭৭ টাকায় স্থির রয়েছে ৷
advertisement
2/5
চার মহানগরে পেট্রোল ও ডিজেলর দাম  (Petrol Diesel Price on 04 October 2021)  দিল্লি- পেট্রোল ১০২.৩৯ টাকা, ডিজেল ৯০.৭৭ টাকা মুম্বই- পেট্রোল ১০৮.৪৩ টাকা, ডিজেল ৯৮.৪৮ টাকা চেন্নাই- পেট্রোল ১০০.০১ টাকা, ডিজেল ৯৫.৩১ টাকা কলকাতা- পেট্রোল ১০৩.০৭ টাকা, ডিজেল ৯৩.৮৭ টাকা
চার মহানগরে পেট্রোল ও ডিজেলর দাম (Petrol Diesel Price on 04 October 2021) দিল্লি- পেট্রোল ১০২.৩৯ টাকা, ডিজেল ৯০.৭৭ টাকা মুম্বই- পেট্রোল ১০৮.৪৩ টাকা, ডিজেল ৯৮.৪৮ টাকা চেন্নাই- পেট্রোল ১০০.০১ টাকা, ডিজেল ৯৫.৩১ টাকা কলকাতা- পেট্রোল ১০৩.০৭ টাকা, ডিজেল ৯৩.৮৭ টাকা
advertisement
3/5
 মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, কর্নাটক, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও লাদাখে পেট্রোলের দাম ১০০ টাকা প্রতি লিটার পেরিয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম সব থেকে বেশি ৷
মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, কর্নাটক, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও লাদাখে পেট্রোলের দাম ১০০ টাকা প্রতি লিটার পেরিয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম সব থেকে বেশি ৷
advertisement
4/5
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় দেশের বাজারে দাম বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের ৷ গত কয়েকদিন ভারতের তরফে আমদানি করা অপরিশোধিত তেলের দাম ৭৮ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ দেশের একাধিক শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় দেশের বাজারে দাম বাড়তে শুরু করেছে পেট্রোল ও ডিজেলের ৷ গত কয়েকদিন ভারতের তরফে আমদানি করা অপরিশোধিত তেলের দাম ৭৮ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে ৷ দেশের একাধিক শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷
advertisement
5/5
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম  সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
advertisement
advertisement
advertisement