Cyber Insurance: ডিজিটাল যুগে ক্রমবর্ধমান সাইবার অপরাধ ঠেকাতে যারপরনাই জরুরি সাইবার বিমা, জানুন এর খুঁটিনাটি!

Last Updated:

Cyber Insurance: বিমাকারীর সঙ্গে কোনও সাইবার অপরাধ অথবা জালিয়াতি ঘটে থাকলে সাইবার বিমার মাধ্যমে বিমা কোম্পানির তরফ থেকে তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

#নয়াদিল্লি: গোটা দেশে ডিজিটাল মাধ্যমে লেনদেন (Digital Transactions) এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করার প্রবণতা ক্রমশ বাড়ছে। যার ফলে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ফাঁস হয়ে যাচ্ছে টাকা-পয়সা সংক্রান্ত তথ্য়ও। ফলে বৃদ্ধি পাচ্ছে আর্থিক জালিয়াতির মতো ঘটনা। সাইবার অপরাধীরা সাধারণত বিভিন্ন উপায়ে কোনও ব্যক্তির অর্থ, মূল্যবান তথ্য এবং পরিচয় সংক্রান্ত তথ্য চুরি করতে পারে। আর এই ধরনের সাইবার অপরাধ (Cyber crime) রুখতে সবথেকে বেশি সহায়ক সাইবার বিমা (Cyber Insurance)। তাই সকলকে এই বিমা করানোর পরামর্শ দেওয়া হয়।
এই বিমার মাধ্যমে সাইবার অপরাধ ও জালিয়াতির ক্ষেত্রে পলিসি ধারককে কভারেজ দেওয়া হয়। অর্থাৎ বিমাকারীর সঙ্গে কোনও সাইবার অপরাধ অথবা জালিয়াতি ঘটে থাকলে সাইবার বিমার মাধ্যমে বিমা কোম্পানির তরফ থেকে তাঁকে ক্ষতিপূরণ দেওয়া হবে। সাইবার জালিয়াতির জেরে হওয়া ক্ষতিপূরণের পাশাপাশি তৃতীয় পক্ষের দাবির ফলে উদ্ভূত আর্থিক দায়গুলিকেও সাইবার বিমার মাধ্যমে কভার করে বিমা কোম্পানি। ফিশিং এবং ই-মেল স্পুফিংয়ের ফাঁদে পড়ে কারওর অর্থ চুরি গেলেও বিমা কোম্পানি তার ক্ষতিপূরণ দিয়ে থাকে। এছাড়া সাইবার আক্রমণের শিকার হয়ে অনেক সময় কেউ-কেউ মানসিক ভাবে ভেঙে পড়েন। আর এই মানসিক চাপ এবং আতঙ্কের কারণে যদি তাঁকে মেডিকেল কাউন্সেলিং করাতে হয়, তাহলে সেক্ষেত্রে সেই খরচের জন্যও তাঁকে ক্ষতিপূরণ দেবে বিমা কোম্পানি।
advertisement
advertisement
পলিসি নেওয়ার সময় কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া উচিত?
সাইবার বিমা নেওয়ার সময় বিমা পলিসি সম্বন্ধে ভালো ভাবে বুঝে নিতে হবে। পলিসি থেকে কী কী সুরক্ষা পাওয়া যায়, সেই বিষয়ে খুঁটিয়ে জেনে নেওয়া উচিত। ১০ থেকে ১৫ ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে একটি সাইবার বিমা পলিসি। কেউ সাইবার অপরাধের শিকার হতে পারেন কি না এবং তাঁর জন্য সাইবার নিরাপত্তা কতটা গুরুত্বপূর্ণ, তা বিবেচনা করার পর বিমা নেওয়া এবং বিমা কভারেজের মেয়াদ বেছে নেওয়া উচিত। যদি কেউ সারাদিনে বহু বার অনলাইন লেনদেন করে থাকেন, তবে তাঁর বেশি মেয়াদের পলিসি নেওয়া উচিত।
advertisement
অনেক কোম্পানি আবার ছাড়ের উপর শর্ত আরোপ করে। এর জন্য অনেক সময় দেখা যায়, কোনও ক্ষতির ক্ষেত্রে বিমাধারক তাঁর নিজের পকেট থেকেই ক্ষতিপূরণ দিচ্ছেন। পরে অবশ্য বিমা কোম্পানি সেই অর্থ মিটিয়ে দেয়। অনেক কোম্পানি প্রিমিয়াম কম দেওয়ার পরিবর্তে ছাড়ের উপর বেশি শর্ত আরোপ করে থাকে। তাই সাইবার বিমা নেওয়ার ক্ষেত্রে সব সময় লক্ষ্য রাখতে হবে যে, বেশি প্রিমিয়াম দিতে হলে যেন ছাড়ের উপর শর্ত আরোপ কম হয়।
advertisement
এইসব লোকসানের ক্ষেত্রে কভারেজ দেওয়া হয়:
  • ডেটা অথবা কম্পিউটার প্রোগ্রামের ক্ষতির পরে তা পুনরুদ্ধার এবং ইনস্টলেশনের খরচের ক্ষেত্রে মেলে ক্ষতিপূরণ।
  • ই-মেল স্পুফিং এবং ফিশিং-এর জেরে হওয়া ক্ষতির কারণে মিলবে কভারেজ।
  • advertisement
  • ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট অথবা ক্রেডিট কার্ড কিংবা ই-ওয়ালেটের মাধ্যমে অনলাইন লেনদেনের ক্ষেত্রে জালিয়াতিতেও মেলে ক্ষতিপূরণ।
  • গোপনীয়তা সংক্রান্ত তথ্য চুরি বা জালিয়াতির মুখে পড়লে ব্যক্তিগত ভাবমূর্তির যে ক্ষতি হয়, তার জন্যও মেলে কভারেজ।
  • পরিচয় সংক্রান্ত তথ্য চুরি হলে সাধারণত মামলা দায়ের করা হয়, আর সেই মামলা চালানোর খরচের জন্যও মিলবে ক্ষতিপূরণ।
  • advertisement
    Tags: Cyber insurance, Cyber security, Cyber Crime, Insurance, Personal Finance
    Original Story: https://hindi.news18.com/news/business/cyber-insurance-is-very-important-these-days-know-its-benefits-rrmb-4302060.html
    Written By: Rahul Adhikari
    view comments
    বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
    Cyber Insurance: ডিজিটাল যুগে ক্রমবর্ধমান সাইবার অপরাধ ঠেকাতে যারপরনাই জরুরি সাইবার বিমা, জানুন এর খুঁটিনাটি!
    Next Article
    advertisement
    এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
    এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
    • এক ছবিতেই ৭২টা গান !

    • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

    • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

    VIEW MORE
    advertisement
    advertisement