বাজারে বাড়ছে জাল নোট! এই ভাবে চেক করে নিন আপনার ৫০০ টাকার নোট আসল না নকল ...

Last Updated:

কীভাবে বুঝবেন আপনার কাছে থাকা ৫০০ টাকার নোট আসল না নকল ?

#নয়াদিল্লি: বাজারে দ্রুত গতিতে ছেয়ে যাচ্ছে জাল নোটে ৷ অনেক সময় দেখা গিয়েছে অজান্তেই আমাদের হাতে জাল নোট এসে যায় ৷ এমনিতে আসল নোট ও নকল নোটের মধ্যে পার্থক্য চিহ্নিত করা প্রায় অসম্ভব ৷ ফলে অনেক সময়ই অনেকে বুঝতে পারেন না যে তাদের পকেটে থাকা ৫০০ টাকার নোট আসল না নকল ৷ তাই ৫০০ টাকার নোট থাকলে সাবধানতা অবলম্বন করে নোটটি যাচাই করে নেওয়ার পরমার্শ দেওয়া হয় ৷ বেশ কয়েকটি সহজ উপায়ে এবার আপনিও চিহ্নিত করতে পারবেন আপনার কাছে থাকা ৫০০ টাকার নোট রিয়েল না ফেক ৷ দেখে নিন কীভাবে-
১. নোটটি লাইটের সামনে রাখলে ৫০০ লেখা স্পষ্ট দেখা গেলে সেটা আসল ৷
advertisement
২. আসল ৫০০ টাকার নোটে দেবনগরীতে ৫০০ লেখা থাকবে ৷
৩. পুরনো নোটের তুলনায় মহাত্মা গান্ধির ছবির ওরিয়েন্টেশন ও পজিশন সামান্য আলাদা হবে ৷
advertisement
৪. নোটটা হাল্কা মুড়লে সিকিউরিটি থ্রেডের রঙ সবুজ থেকে নীল হয়ে যাবে ৷
৫. পুরনো নোটের তুলনায় গ্যারেন্টি ক্লজ, প্রতিশ্রুতির বয়ান, গর্ভনারের স্বাক্ষর, আরবিআই এর লোগো ডান দিকে সরানো হয়েছে ৷
৬. আসল নোটে মহাত্মা গান্ধির ছবি ও ইলেক্ট্রোটাইপ ওয়াটারমার্ক রয়েছে ৷
advertisement
৭. উপরের বাঁ দিকে এবং নীচের ডান দিকে লেখা নম্বর বাঁ থেকে ডান দিকে বড় হতে থাকে ৷
৮. ডান দিকে অশোক স্তম্ভ রয়েছে ৷ ডান দিকে সার্কেল বক্সে ৫০০ লেখা রয়েছে ৷
advertisement
৯. নোটের পিছন দিকে নোট ছাপার বছর লেখা থাকবে ৷
১০. স্লোগানের সঙ্গে ‘স্বচ্ছ ভারত’ লেখা থাকবে ৷
১১. নোটের উল্টো দিকে লালকেল্লার ছবি থাকবে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাজারে বাড়ছে জাল নোট! এই ভাবে চেক করে নিন আপনার ৫০০ টাকার নোট আসল না নকল ...
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement