New Rules: দেশের ৪টি বড় ব্যাঙ্ক বদলাল তাদের বেশ কিছু নিয়ম, জেনে নিন না হলে পড়তে হবে সমস্যায়

Last Updated:

ব্যাঙ্কের তরফে কী কী নিয়ম বদল করা হল জেনে নিন এখানে....

#নয়াদিল্লি: সম্প্রতি স্টেট ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, আইসিআইসিআইসিআই ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা তাদের বেশ কিছু জরুরি নিয়ম বদল করেছে ৷ তিনটি ব্যাঙ্ক ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম লাগু করে দিয়েছে ৷ আর একটি ব্যাঙ্ক তাদের নিয়ম ১০ ফেব্রুয়ারি থেকে লাগু করতে চলেছে ৷ ব্যাঙ্কের তরফে গ্রাহকদের এই বিষয়ে জানানো হয়েছে ৷
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম-
স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের এবার টাকা ট্রান্সফারের জন্য দিতে হবে বেশি চার্জ ৷ এসবিআই-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ব্যাঙ্ক ১ ফেব্রুয়ারি থেকে IMPS ট্রানজাকশনে একটি নতুন স্ল্যাব যুক্ত করেছে যা ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার ৷ এবার ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে ব্যাঙ্ক ব্রাঞ্চ থেকে IMPS করলে দিতে হবে ২০ টাকা প্লাস জিএসটি চার্জ ৷
advertisement
advertisement
নিয়ম বদলাল ICICI Bank
ICICI ব্যাঙ্কের নতুন নিয়ম ১০ ফেব্রুয়ারি থেকে লাগু করা হবে ৷ এই দিন থেকে ব্যাঙ্কের গ্রাহকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে করা প্রত্যেক ট্রানজাকশনের জন্য ২.৫০ শতাংশ ফি হিসেবে দিতে হবে ৷ চেক বা অটো ডেবিট রিটার্ন হলে আপনাকে পুরো অ্যামাউন্টে ২ শতাংশ চার্জ দিতে হবে ৷ এছাড়া ৫০ টাকা প্লাস জিএসটি গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্ট থেকে কাটা হবে ৷ কমপক্ষে ৫০০ টাকা ট্রানজাকশনে এই চার্জ লাগু হবে ৷
advertisement
ব্যাঙ্ক অফ বরোদার নিয়মে বদল
১ ফেব্রুয়ারি থেকে ব্যাঙ্ক অফ বরোদা নতুন চেক ক্লিয়ারেন্স নিয়ম (Cheque Clearance Rule) লাগু করে দিয়েছে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে চেক পেমেন্টের জন্য গ্রাহকদের পজিটিভ পে সিস্টেম ফলো করতে হবে ৷ এর জেরে এবার থেকে গ্রাহকদের চেক ইস্যু করার পর চেক সংক্রান্ত সমস্ত তথ্য ব্যাঙ্কে পাঠাতে হবে ৷ চেক জারি করার পর ব্যাঙ্কে তথ্য না পাঠালে চেক ক্যাশ হবে না ৷ এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং ও এটিএম এর মাধ্যমে ব্যাঙ্ককে তথ্য দেওয়া যাবে ৷ এই নিয়ম অবশ্য ১০ লক্ষ এবং তার বেশি অ্যামাউন্টের ক্ষেত্রে লাগু করা হবে ৷ ফ্রড থেকে গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে আরবিআই এই নতুন নিয়ম জারি করেছে ৷ একাধিক ব্যাঙ্ক ইতিমধ্যেই এই নিয়ম লাগু করে দিয়েছে ৷
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নিয়ম
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, কোনও ডেবিট পেমেন্ট আপনার অ্যাকাউন্টে টাকা না থাকার কারণে ফেল হয়ে গেলে আপনাকে ২৫০ টাকা চার্জ দিতে হবে ৷ এতদিন পর্যন্ত এর জন্য কেবল ১০০ টাকা চার্জ লাগত ৷ এছাড়া ডিমান্ড ড্রাফ্ট বাতিল করলে ১০০ টাকার বদলে ১৫০ টাকা চার্জ দিতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New Rules: দেশের ৪টি বড় ব্যাঙ্ক বদলাল তাদের বেশ কিছু নিয়ম, জেনে নিন না হলে পড়তে হবে সমস্যায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement