Home Loan: শীঘ্রই বাড়বে হোম লোন, গাড়ির লোনের EMI! তৈরি থাকুন, জেনে নিন এক ঝলকে কী হতে চলেছে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
রেগুলেটরি ফাইলিংয়ে আরও বলা হয়েছে যে, রাতারাতি ও এক মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা-র MCLR হার।
#নয়াদিল্লি: নির্দিষ্ট মেয়াদের জন্য MCLR হার বাড়াল পাবলিক সেক্টরের ঋণদাতা ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। সোমবার ব্যাঙ্ক অফ বরোদা একটি রেগুলেটরি ফাইলিংয়ে জানিয়েছে যে ২০২২-এর ১২ জুলাই থেকে মার্জিনাল কস্ট অফ ফান্ড বেস্ড ল্যান্ডিং রেট (MCLR) সংশোধনের অনুমোদন দিয়েছে ব্যাঙ্ক। ব্যাঙ্ক অফ বরোডা-র MCLR বেড়ে যাওয়ার অর্থ হল ব্যাঙ্কের কাছ থেকে নেওয়া হোম লোন, গাড়ির লোন, এমনকী ব্যক্তিগত লোন পরিশোধ করার জন্য সুদ বাবদ দিতে হবে আরও বেশি টাকা। রেগুলেটরি ফাইলিংয়ে আরও বলা হয়েছে যে, রাতারাতি ও এক মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা-র MCLR হার।
তিন মাসের মেয়াদের জন্য, ব্যাঙ্ক অফ বরোদার MCLR হার ৭.২৫ শতাংশ থেকে ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হয়েছে ৭.৩৫ শতাংশ। ছয় মাসের মেয়াদের জন্য ব্যাঙ্ক অফ বরোদার MCLR হার ৭.৩৫ শতাংশ থেকে ১০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.৪৫ শতাংশ করা হয়েছে৷ এছাড়া এক বছরের হোম ও ব্যক্তিগত লোনের মতো বেশিরভাগ উপভোক্তা লোনের MCLR হার ৭.৫০ শতাংশ থেকে ১৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.৬৫ শতাংশ করেছে ব্যাঙ্ক অফ বরোদা।
advertisement
advertisement
ব্যাঙ্ক অফ বরোদা রেগুলেটরি ফাইলিং অনুসারে ২০২২-এর ১২ জুলাই থেকে কার্যকরী MCLR:
রাতারাতি পরিবর্তন হওয়া MCLR: ৭.৫০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৭০ শতাংশ
এক মাসের MCLR: ৭.৫৫ শতাংশ থেকে বেড়ে ৭.৭৫ শতাংশ হয়েছে
তিন মাসের MCLR: ৭.৬০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭.৮০ শতাংশ
ছয় মাসের MCLR: ৭.৭০ শতাংশ থেকে বেড়ে ৭.৯০ শতাংশ হয়েছে
advertisement
এক বছরের MCLR: ৭.৮৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.০৫ শতাংশ
ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, ব্যাঙ্ক অফ বরোদা-র MCLR শেষবার সংশোধন করা হয়েছিল এই বছরের ১২ জুন। ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে উল্লেখ রয়েছে যে ১ জুলাই থেকে এর বেস রেট হয় বার্ষিক ৮.১৫ শতাংশ এবং সমস্ত বিদ্যমান অ্যাকাউন্টের জন্য বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট (BPLR) হয় বার্ষিক ১২.৪৫ শতাংশ৷
advertisement
ব্যাঙ্ক অফ বরোদার MCLR হার বেড়ে যাওয়ার ফলে আরও ব্যয়বহুল হতে চলেছে হোম লোন, যানবাহন লোন এবং ব্যক্তিগত লোন, কারণ বাড়বে EMI। বিদ্যমান হোম লোন গ্রহীতাদের মনে রাখতে হবে যে তাদের লোনের রিসেট তারিখ এসে গেলেই সংশোধন করা হবে EMI। সোমবার, বিএসইতে ব্যাঙ্ক অফ বরোদার প্রতি ইক্যুইটি শেয়ারের দাম ৩.৭৪ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে ১০৯.৫৫ টাকায়।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2022 5:20 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Home Loan: শীঘ্রই বাড়বে হোম লোন, গাড়ির লোনের EMI! তৈরি থাকুন, জেনে নিন এক ঝলকে কী হতে চলেছে!