Holi Special: মহিলাদের হাতে তৈরি হচ্ছে রংবেরঙের ভেষজ আবির! দোলের আগে ব্যস্ততা তুঙ্গে
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Holi Special: লাল, নীল, হলুদ, সবুজ, গেরুয়া, বেগুনি, গোলাপি,একের পর এক রংবেরঙের আবির তৈরি হচ্ছে তাদের হাতে।
শিলিগুড়ি: ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল। হাতে গোনা আর মাত্র কয়েকদিন তারপরে এই দোল উৎসবে মাতবে গোটা দেশ। বসন্তের ছোঁয়ায় যেমন চারিপাশের গাছে রংবেরঙের ফুল ফোটে তেমনি এই দোল উৎসবে রংবেরঙের আবির খেলায় মাতবে দেশবাসী। সেই অর্থেই বসন্তের শুরুতে চলছে দোল উৎসবের আবির তৈরির প্রস্তুতি।
রঙের এই উৎসবকে ঘিরে আবির তৈরির কারিগরদের মধ্যে ব্যস্ততা এখন তুঙ্গে। দোল উৎসবে সবাইকে রাঙিয়ে তুলতে শিলিগুড়ির ছোট ফাপড়ি এলাকার একটি আবির কারখানায় প্রায় ৩৫ জন মহিলা একনাগাড়ে কাজ করে চলেছেন । কোন ভেজাল অর্থাৎ কেমিকাল নয় তাদের হাতে তৈরি হচ্ছে সম্পূর্ণ ভেষজ আবির।
advertisement
advertisement
লাল, নীল, হলুদ, সবুজ, গেরুয়া, বেগুনি, গোলাপি,একের পর এক রংবেরঙের আবির তৈরি হচ্ছে তাদের হাতে। গত ৩ থেকে ৪ মাস ধরে চলা এই কাজের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন রয়েছে চূড়ান্ত পর্যায়ে, কারণ হতে আর বাকি মাত্র কয়েকদিন, তার পরেই রয়েছে বসন্ত উৎসব।
advertisement
এই আবিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ ভেষজ, এতে কোনও কেমিক্যাল নেই। তাই এটি ত্বকের জন্য একেবারে নিরাপদ। এই বিশেষ বৈশিষ্ট্যের জন্যই শিলিগুড়ির এই আবির শুধু এই রাজ্যেই নয়, পশ্চিমবঙ্গের বাইরেও যেমন অসম, বিহার, পাহাড় সহ বিভিন্ন বাজার গুলিতে পৌঁছে যাচ্ছে। এর ফলে স্বাবলম্বী হচ্ছে এলাকার বহু মহিলা ।
advertisement
এই বিষয়ে এক কারিগর অতুল বর্মন জানান, এই আবির সম্পূর্ণ ভেষজ এবং হাতে তৈরি তাই এতে কোনওরকম রাসায়নিক নেই ,তাই এই আবিরের চাহিদাও বেশি রয়েছে। দুর্গাপূজার পর থেকেই কাজ চলছে এবং স্থানীয় মহিলাদের হাতেই এই আবির তৈরি হচ্ছে। বাজারে ভেষজ আবিরের চাহিদা বাড়লেও দাম তুলনামূলকভাবে বেশ কম রাখা হয়েছে বলে দাবি করেছেন কারিগরেরা।
advertisement
সুজয় ঘোষ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2025 2:11 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Holi Special: মহিলাদের হাতে তৈরি হচ্ছে রংবেরঙের ভেষজ আবির! দোলের আগে ব্যস্ততা তুঙ্গে









