Gold Investment: সোনায় বিনিয়োগ করবেন কীভাবে? রইল বিনিয়োগকারীদের জন্য সম্পূর্ণ গাইড!

Last Updated:

সোনায় বিনিয়োগ করার বেশ কিছু মাধ্যম রয়েছে, এখানে সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলির হদিশ দেওয়া হল।

কলকাতা: সোনা। শুধু গয়না তৈরির জন্য নয়, বিনিয়োগের মাধ্যমও। এই দেশে সোনাকে তাই অন্য নজরে দেখা হয়। সোনায় বিনিয়োগ করার বেশ কিছু মাধ্যম রয়েছে, এখানে সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলির হদিশ দেওয়া হল।
সোনার গয়না: সোনায় বিনিয়োগ করার কথা বললে, সবার প্রথমেই যেটা মাথায় আসে সেটা সোনার গয়না। এটাকেই সবচেয়ে নিরাপদ বলে মনে করেন ভারতীয়রা। বিশেষ করে গ্রাম এবং ছোট শহরের মানুষের কাছে সোনায় বিনিয়োগের একমাত্র মাধ্যম স্বর্ণালঙ্কার। এর প্রধান কারণ অন্যান্য বিকল্পগুলি হাতের কাছে না পাওয়া এবং সচেতনতার অভাব।
advertisement
advertisement
এছাড়া আরও কিছু কারণ রয়েছে। যেমন সোনার গয়না যে কোনও জুয়েলারি দোকানেই পাওয়া যায়। তবে বিনিয়োগের জন্য সোনার গয়না কিনলে অবশ্যই হলমার্ক রয়েছে কি না দেখে নিতে হবে। এর মানে যথাযথভাবে সোনার বিশুদ্ধতা যাচাই করা হয়েছে। এই গয়না পুনরায় বিক্রি করতে চাইলে হলমার্ক দরকার। গয়নার সঙ্গে সোনার খরচ এবং উদপাদন খরচও জড়িয়ে থাকে। যা সোনার দামের ৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত হয়। কিন্তু গয়না বিক্রির সময় এই খরচ তোলা যায় না।
advertisement
সোনার কয়েন এবং বার: পোর্টফোলিওতে ভৌত সোনা যোগ করতে চাইলে ২২ ক্যারাট বা ২৪ ক্যারাটের (৯৯৫ এবং তার উপরে) সোনার কয়েন বা বুলিয়ন বার কেনা যায়। ১ গ্রাম থেকে ৫০ গ্রাম পর্যন্ত সোনার কয়েন হয়। রকমারি ডিজাইন। এর বেশি চাইলে সোনার বার। ১০০ গ্রাম থেকে ১ কেজি পর্যন্ত। ভারত সরকার এবং এমএমটিসি সোনার কয়েন বিক্রি করে। এগুলো ‘ইন্ডিয়া গোল্ড কয়েন’ বা আইজিসি নামে পরিচিত। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস-হলমার্ক থাকে, যা ২৪ ক্যারেট বিশুদ্ধতা এবং ৯৯৯ সূক্ষ্মতা নিশ্চিত করে৷ অবশ্য জুয়েলারি বা বুলিয়ন ব্যবসায়ীদের থেকেও সোনার কয়েন বা বার কেনা যায়।
advertisement
সভেরিন গোল্ড বন্ড: সোনার সবচেয়ে বড় বাজার ভারত। কিন্তু চাহিদা অনুযায়ী উৎপাদন নেই। তাই সোনা আমদানি করতে হয়। কিন্তু তার খরচ রয়েছে। সেই খরচ কমাতেই ২০১৫ সালে রিজার্ভ ব্যাঙ্ক ভারত সরকারের পক্ষ থেকে সভেরিন গোল্ড বন্ড জারি করে। গোল্ড বন্ড ইউনিট ভিত্তিতে বিক্রি হয়। বিনিয়োগকারী সভেরিন গোল্ড বন্ডে বছরে ৪ কিলোগ্রাম পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা কম খরচে লেনদেন। সুদের হার বার্ষিক ২.৫ শতাংশ।
advertisement
গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ: ইটিএফ ভৌত সোনার সমান। শুধু এর জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। গোল্ড ইটিএফ-এর প্রতিটি ইউনিট ০.০১ গ্রাম হতে পারে বা ০.৫ গ্রাম থেকে ১ গ্রাম হতে পারে, পুরোটাই তহবিলের পরিসরের উপর নির্ভর করে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Investment: সোনায় বিনিয়োগ করবেন কীভাবে? রইল বিনিয়োগকারীদের জন্য সম্পূর্ণ গাইড!
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত ! থাকবে কুয়াশার দাপটও
  • রাজ্য জুড়ে আবার জাঁকিয়ে শীত !

  • থাকবে কুয়াশার দাপটও

  • হাড়কাঁপানো ঠান্ডা উত্তরবঙ্গেও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement