Govt Scheme: তিন বাম্পার সরকারি স্কিম! মিলছে ৬-৭ শতাংশ সুদ! বেশি রিটার্ন পেতে টাকা রাখুন এখানেই...

Last Updated:

Govt Scheme: সরকারি বিনিয়োগ প্রকল্প হলে ভরসা করা যায় চোখ বন্ধ করে। লোকসানের কোনও সম্ভাবনা নেই।

উল্লেখযোগ্যভাবে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কয়েকদিন আগে একটি বিবৃতি জারি করেছিলেন এবং জানিয়েছিলেন, 'করোনা মহামারীর কারণে, এই কর্মচারীদের মহার্ঘ ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে সরকার সেই অর্থ দিয়ে দরিদ্র ও অভাবীদের সাহায্য করতে পারে। মহামারী চলাকালীন সরকারের মন্ত্রী-এমপিদের বেতনও কাটা হয়েছিল। যদিও এর সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনে কোনও কাটছাঁট করা হয়নি বা ডিএ-তে কোনও কাটছাঁট করা হয়নি।
উল্লেখযোগ্যভাবে, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কয়েকদিন আগে একটি বিবৃতি জারি করেছিলেন এবং জানিয়েছিলেন, 'করোনা মহামারীর কারণে, এই কর্মচারীদের মহার্ঘ ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে সরকার সেই অর্থ দিয়ে দরিদ্র ও অভাবীদের সাহায্য করতে পারে। মহামারী চলাকালীন সরকারের মন্ত্রী-এমপিদের বেতনও কাটা হয়েছিল। যদিও এর সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনে কোনও কাটছাঁট করা হয়নি বা ডিএ-তে কোনও কাটছাঁট করা হয়নি।
#নয়াদিল্লি: ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা পেতেই টাকা বিনিয়োগ (Govt Scheme) করে সাধারণ মানুষ। তাই যে সংস্থায় টাকা বিনিয়োগ করা হচ্ছে, তা ভালোভাবে যাচাই করে নিতে হয়। তবে সরকারি বিনিয়োগ প্রকল্প (Govt Savings Scheme) হলে ভরসা করা যায় চোখ বন্ধ করে। লোকসানের কোনও সম্ভাবনা নেই।
সরকার-সমর্থিত বিনিয়োগ প্রকল্পগুলিতে (Govt Scheme) লাভজনক রিটার্নও দেয়। বাজারে সুদের হার ক্রমশ নিম্নমুখী। এই পরিস্থিতিতেও ৬ থেকে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে তিনটি সরকারি বিনিয়োগ প্রকল্প। প্রবীণ নাগরিকরা এই স্কিমগুলিতে বিনিয়োগ (Govt Savings Scheme) করলে যেমন উচ্চ হারে রিটার্ন পাবেন তেমনই টাকাও থাকবে সুরক্ষিত। এবার দেখে নেওয়া যাক ৩ প্রকল্পের খুঁটিনাটি।
advertisement
advertisement
১। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম: বিনিয়োগের  (Govt Scheme)  ক্ষেত্রে জনপ্রিয় সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Govt Savings Scheme)। এই বাজারেও ৭.৪০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। এই যোজনাতেও ৯ বছরে দ্বিগুণ হয়ে যায় টাকা। বিনিয়োগের পর প্রথমে ৩১মার্চ, ৩০ সেপ্টেম্বর, ৩১ ডিসেম্বর এই ইন্টারেস্ট পাবেন সিনিয়র সিটেজেনরা। পরবর্তীকালে ৩১মার্চ,৩০ জুন, ৩০ সেপ্টেম্বর, ৩১ ডিসেম্বর সুদ পেতে থাকবেন আমানতকারীরা। সিনিয়র সিটিজেনদের জন্য একলপ্তে এই টাকা দিতে হবে প্রকল্পে। জমার টাকার পরিমাণ অবশ্যই ১০০০টাকার গুণিতকে জমা দিতে হবে। কোনওভাবেই এই প্রকল্পে ১৫,০০,০০০ টাকা বেশি রাখতে পারবেন না আমানতকারী।
advertisement
সুবিধাগুলি একনজরে –
সুদের হার – ৭.৪০ শতাংশ।
কিস্তির টাকা – ত্রৈমাসিক।
মেয়াদ – ৫ বছর।
মেয়াদ শেষের আগে টাকা তোলা যাবে? – হ্যাঁ (জরিমানা দিতে হবে)।
করযোগ্য – রিটার্ন করযোগ্য,
ন্যূনতম বিনিয়োগ – ১০০০ টাকা।
সর্বোচ্চ বিনিয়োগ – ১৫ লাখ। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ৩০ লাখ।
২। প্রধানমন্ত্রী বয়ঃ বন্দনা যোজনা
advertisement
বার্ষিক ৭.৪০ শতাংশ সুদের হারে ১০০০ টাকা থেকে ৯২৫০ টাকা পর্যন্ত এই স্কিমে পেনশন পাওয়া যায়।৬০ বছরের বেশি বয়সী সকল নাগরিক এই স্কিমে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগের অঙ্কের ওপরই উপর প্রতি মাসের পেনশন নির্ভর করে। এই স্কিম অনুসারে নাগরিকদের প্রতি মাসে ১০০০ থেকে ৯২৫০ টাকা পেনশন দেওয়া হয়। কেউ যদি ন্যূনতম ১.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে ১০০০ টাকা পেনশন পাবেন। একইভাবে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে ৯২৫০ টাকা পেনশন পাবেন বিনয়োগকারী। স্বামী-স্ত্রী একসঙ্গে বিনিয়োগ করা যায়। সেক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের অঙ্ক দাঁড়াবে ৩০ লক্ষ টাকা। তাহলে দুজনের পেনশন হবে মাসিক ১৮,৫০০ টাকা।
advertisement
সুবিধাগুলি একনজরে –
সুদের হার – ৭.৪০ শতাংশ।
কিস্তির টাকা – মাসিক/ত্রৈমাসিক/ষাণ্মাসিক/ বার্ষিক
মেয়াদ – ১০ বছর।
মেয়াদ শেষের আগে টাকা তোলা যাবে? – হ্যাঁ (ব্যতিক্রমী পরিস্থিতিতে)।
করযোগ্য – রিটার্ন করযোগ্য,
ন্যূনতম বিনিয়োগ – ১.৫৭ লাখ টাকা।
advertisement
সর্বোচ্চ বিনিয়োগ – ১৫ লাখ। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ৩০ লাখ।
৩। পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম
এই স্কিমের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা রাখতে পারেন গ্রাহক। সেই ক্ষেত্রে একা বা যৌথ অ্যাকাউন্ট খুলে এই টাকা রাখা যেতে পারে। সেই টাকার পরিমাণের ভিত্তিতে প্রতি মাসে গ্রাহকের কাছে টাকা আসতে থাকবে। পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিমের মেয়াদ ৫ বছর। একবার মেয়াদ শেষ হলে ফের ৫ বছরের জন্য এই টাকা রাখার মেয়াদ বাড়ানো যায়। এই বিনিয়োগে কোনও ধরনের ঝুঁকি নেই। এই স্কিমে ১০০ শতাংশ নিশ্চিত টাকা ফেরতের গ্যারান্টি থাকছে সরকারের। বর্তমানে এই স্কিমে বার্ষিক ৬.৬ শতাংশ হারে সুদ মিলছে।
advertisement
সুবিধাগুলি একনজরে –
সুদের হার – ৬.৬০ শতাংশ।
কিস্তির টাকা – মাসিক
মেয়াদ – ৫ বছর।
মেয়াদ শেষের আগে টাকা তোলা যাবে? – হ্যাঁ (জরিমানা দিতে হবে)।
করযোগ্য – রিটার্ন করযোগ্য,
ন্যূনতম বিনিয়োগ – ১০০০ টাকা।
সর্বোচ্চ বিনিয়োগ – ৪.৫ লাখ। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯ লাখ।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Govt Scheme: তিন বাম্পার সরকারি স্কিম! মিলছে ৬-৭ শতাংশ সুদ! বেশি রিটার্ন পেতে টাকা রাখুন এখানেই...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement