এই সেভিংস স্কিমে মাত্র ১৫০ টাকা করে ইনভেস্ট করে পেয়ে যাবেন ২০ লক্ষ টাকা!

Last Updated:

কীভাবে মিলবে সুবিধা ?

#নয়াদিল্লি: দীর্ঘ সময়ের জন্য ইনভেস্ট করার কথা ভাবছেন ? তাহলে আপনার জন্য সবচেয়ে ভাল অপশন হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) ৷ চাকুরিজীবীরা ১৫ বছরের জন্য পিপিএফ অ্যাকাউন্ট খুলে মোটা টাকার ফান্ড তৈরি করতে পারবেন ৷ এই অ্যাকাউন্টের বিশেষ ফিচার হল ম্যাচিউরিটির পর আর ৫-৫ বছরের জন্য সময় বাড়ানো যেতে পারে ৷ সেই ক্ষেত্রে ৩০ থেকে ৩৫ বছর বয়সে এই অ্যাকাউন্ট খুললে মাত্র ২৫ বছরে পিপিএফ-এর মাধ্যমে লাখপতি হয়ে উঠতে পারবেন ৷
বিশেষজ্ঞরাও পরামর্শ দিয়ে থাকেন, যদি ১৫ বছর অর্থাৎ ম্যাচিউরিটির পর টাকার দরকার না পড়লে এই অ্যাকাউন্টের সময় আরও ৫ বছর জন্য বাড়িয়ে দিলে লাভবান হবেন ৷ পিপিএফ অ্যাকাউন্টে ট্যাক্স ছাড়ের সুবিধাও পেয়ে যাবেন ৷ এখানে ম্যাচিউরিটিতে পাওয়া টাকা ট্যাক্স ফ্রি হয় ৷
advertisement
advertisement
ছোট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পোস্ট অফিসের পিপিএফ অ্যাকাউন্ট সবচেয়ে লাভজনক বলে মনে করা হয় ৷ এখানে প্রতিদিন ১৫০ টাকা হিসেবে টাকা জমা করলে মাত্র ২০ বছরের চাকরিতে ২০ লক্ষ টাকার বেশি ফান্ড তৈরি হয়ে যাবে ৷ বিশেষজ্ঞদের মতে আমরা প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা এমন জিনিসে খরচ করে থাকি যেগুলো না করলেও হয় ৷ এই টাকা সরকারের স্মল সেভিংস স্কিমে ইনভেস্ট করে হয়ে উঠবেন লাখপতি ৷
advertisement
কীভাবে মিলবে সুবিধা ? How to get benefit from PPF?
পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচিউরিটি ১৫ বছরে হয় ৷ এই অ্যাকাউন্টে ৭.১ শতাংশ হিসেবে কম্পাউন্ডিং ইন্টারেস্ট দেওয়া হয় ৷ এখানে বছরে অধিকতম ১.৫ লক্ষ টাকা জমা করা যেতে পারে ৷ এই হিসেব অনুযায়ী ২৫ বছরে ম্যাচিউরিটিতে (PPF Maturity Benefits)অধিকতম ৬২ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবেন ৷
advertisement
পিপিএফ ক্যালকুলেটার
আপনার বয়স যদি ২৫ বছর হয় তাহলে ছোট স্কিম থেকে বড় রিটার্ন পাওয়ার এটাই সেরা সুযোগ ৷ মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করলে অন্যান্য ইনভেস্টমেন্টের পাশাপাশি প্রতিদিন ১০০-১৫০ টাকা হিসেবে টাকা সেভিংস করে লাভবান হতে পারবেন ৷ এই হিসেবে ৪৫ বছরের বয়সে আপনি অতিরিক্ত ২০ লক্ষ টাকার বেশি ফান্ড তৈরি করতে পারবেন ৷
advertisement
-- আপনি ১৫০ টাকা প্রতিদিন হিসেবে পিপিএফ অ্যাকাউন্টে ইনভেস্ট করলে মাসে ৪৫০০ টাকা হয়
-- প্রতি মাসে ৪৫০০ টাকা ইনভেস্ট করে বছরে ৫৪০০০ টাকা হয়
-- ২০ বছরে মোট ইনভেস্টমেন্ট ১০.৮০ লক্ষ টাকা হয়ে যাবে
-- বার্ষিক ৭.১ শতাংশ কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসেবে ২০ বছরের ২০ লক্ষ টাকার বেশি পেয়ে যাবেন
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই সেভিংস স্কিমে মাত্র ১৫০ টাকা করে ইনভেস্ট করে পেয়ে যাবেন ২০ লক্ষ টাকা!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement