Budget 2022 : কৃষকদের জন্য সুখবর, বাজেটে বাড়নো হতে পারে কিষান সম্মান নিধি যোজনার টাকা...

Last Updated:

Budget 2022: কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য এগ্রি ফুড প্রোসেসিংয়ের উপরে জোর দেওয়া জরুরি বলে মনে করছে সরকার ৷

#নয়াদিল্লি: দেশের কৃষি ক্ষেত্রের জন্য এবারের বাজেটে বড় ঘোষণা করতে পারবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ৬০০০ থেকে বাড়িয়ে ৮০০০ টাকা বার্ষিক করা হতে পারে ৷ চাহিদা ভিত্তিক কৃষিকাজে প্রগতিশীল কৃষকদের উৎসাহিত করার জন্য সরকার ঋণের পাশাপাশি অন্যান্য সুবিধা দেওয়ারও ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে  ৷
বাজেটে সমস্ত ফসলের এমএসপি (MSP) -র জন্য একটি প্যানেল গঠন করার ঘোষণা করা হতে পারে ৷ আন্দোলনকারী কৃষকদের এটা একটা বড় দাবি ছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি বিল প্রত্যাহারের ঘোষণার সময় এমএসপি-র জন্য কমিটি গঠনেরও ঘোষণা করেছিলেন ৷
advertisement
advertisement
সরকার চাইছে কৃষকরা ক্রপ ডাইভার্সিফিকেশনের উপরে জোর দিক ৷ বাজারের চাহিদা অনুযায়ী, ফসল সিলেক্ট করে চাষ করুক কৃষকরা ৷ কৃষকদের উৎসাহিত করার জন্য সরকারের তরফে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে ৷
advertisement
কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য এগ্রি ফুড প্রোসেসিংয়ের উপরে জোর দেওয়া জরুরি বলে মনে করছে সরকার ৷ কৃষিপণ্যের মার্কেটিং, ব্র্যান্ডিং ও রফতানি বাড়াতে সরকার বাজেটে বড় ধরনের ঘোষণা করতে পারে। সরকার কৃষি ক্ষেত্রে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য ১০,৯০০ কোটি টাকার প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমকে (PLI) অনুমোদন দিতে পারে।
advertisement
বিশেষজ্ঞদের মতে এগ্রিকালচার ফুড প্রোসেসিংকে রিটেল মার্কেটের সঙ্গে যুক্ত করা হলে কৃষকদের বিপুল লাভ হবে ৷ বাজেটে সরকার এই বিষয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে ৷ আগেই ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (Farmer Producer Organizations – FPO) -কে জনপ্রিয় করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার ৷ বাজেটে এফপিও-র জন্য লোনের সীমা বাড়ানোর পাশাপাশি আরও কিছু ঘোষণা করা হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2022 : কৃষকদের জন্য সুখবর, বাজেটে বাড়নো হতে পারে কিষান সম্মান নিধি যোজনার টাকা...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement