#নয়াদিল্লি: দেশের কৃষি ক্ষেত্রের জন্য এবারের বাজেটে বড় ঘোষণা করতে পারবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা ৬০০০ থেকে বাড়িয়ে ৮০০০ টাকা বার্ষিক করা হতে পারে ৷ চাহিদা ভিত্তিক কৃষিকাজে প্রগতিশীল কৃষকদের উৎসাহিত করার জন্য সরকার ঋণের পাশাপাশি অন্যান্য সুবিধা দেওয়ারও ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন: ফের বাড়ল সোনার দাম, সস্তা হল রুপো, দেখে নিন কলকাতায় ২২ ক্যারেটের দাম
বাজেটে সমস্ত ফসলের এমএসপি (MSP) -র জন্য একটি প্যানেল গঠন করার ঘোষণা করা হতে পারে ৷ আন্দোলনকারী কৃষকদের এটা একটা বড় দাবি ছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি বিল প্রত্যাহারের ঘোষণার সময় এমএসপি-র জন্য কমিটি গঠনেরও ঘোষণা করেছিলেন ৷
সরকার চাইছে কৃষকরা ক্রপ ডাইভার্সিফিকেশনের উপরে জোর দিক ৷ বাজারের চাহিদা অনুযায়ী, ফসল সিলেক্ট করে চাষ করুক কৃষকরা ৷ কৃষকদের উৎসাহিত করার জন্য সরকারের তরফে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে ৷
আরও পড়ুন: পোস্ট অফিসের এই স্কিমে টাকা হবে ডবল, ম্যাচিউরিটিতে ২ লাখ হয়ে যাবে ৪ লাখ টাকা
কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য এগ্রি ফুড প্রোসেসিংয়ের উপরে জোর দেওয়া জরুরি বলে মনে করছে সরকার ৷ কৃষিপণ্যের মার্কেটিং, ব্র্যান্ডিং ও রফতানি বাড়াতে সরকার বাজেটে বড় ধরনের ঘোষণা করতে পারে। সরকার কৃষি ক্ষেত্রে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য ১০,৯০০ কোটি টাকার প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমকে (PLI) অনুমোদন দিতে পারে।
আরও পড়ুন: আসন্ন বাজেট কেন্দ্রকে এক ডজন পরামর্শ FICCI-র, দেখুন এক নজরে
বিশেষজ্ঞদের মতে এগ্রিকালচার ফুড প্রোসেসিংকে রিটেল মার্কেটের সঙ্গে যুক্ত করা হলে কৃষকদের বিপুল লাভ হবে ৷ বাজেটে সরকার এই বিষয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে ৷ আগেই ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (Farmer Producer Organizations – FPO) -কে জনপ্রিয় করার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে সরকার ৷ বাজেটে এফপিও-র জন্য লোনের সীমা বাড়ানোর পাশাপাশি আরও কিছু ঘোষণা করা হতে পারে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।