Gold Price Today: ফের বাড়ল সোনার দাম, সস্তা হল রুপো, দেখে নিন কলকাতায় ২২ ক্যারেটের দাম

Last Updated:

বাড়িতে বসে কীভাবে জানবেন সোনার দাম?

#নয়াদিল্লি: শুক্রবার ফের দাম বাড়ল সোনার ৷ অন্যদিকে অবশ্য কিছুটা হলেও কমেছে রুপোর দাম ৷ এদিন রুপোর দামে ০.৩৮ শতাংশ পতন দেখা গিয়েছে ৷ সোনার দাম বেড়েছে ০.০২ শতাংশ ৷
দেখে নিন আজকের সোনা ও রুপোর দাম-
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ফেব্রুয়ারি ডেলিভারি সোনার দাম ০.০২ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৮,৩২৭ টাকা হয়েছে ৷ অন্যদিকে রুপোর দাম কমেছে ০.৩৮ শতাংশ ৷ এর জেরে ১ কিলোগ্রামে রুপোর দাম হয়েছে ৬৫,১৩০ টাকা ৷
advertisement
advertisement
বাড়িতে বসে কীভাবে জানবেন সোনার দাম?
বাড়িতে বসে সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এবং আপনার ফোনে মেসেজ চলে আসবে যেখানে আপনি সোনার লেটেস্ট দাম দেখতে পাবেন ৷
advertisement
এই ভাবে যাচাই করে নিন সোনার শুদ্ধতা
সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷
advertisement
২০২০ সালে ৫৬ হাজার টাকা পেরিয়ে গিয়েছিল সোনার দাম
অগাস্ট ২০২০-তে এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৫৬,২০০ টাকা পেরিয়ে গিয়েছিল ৷ বুধবার এমসিএক্সে ১০ গ্রাম সোনার দাম ৪৭,৫৪৩ টাকা ৷ অর্থাৎ প্রায় ৮,৬৬৬ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে সোনা ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: ফের বাড়ল সোনার দাম, সস্তা হল রুপো, দেখে নিন কলকাতায় ২২ ক্যারেটের দাম
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement