#নয়াদিল্লি: প্রত্যেক পরিবারেই ইলেকট্রিকের (Electricity) ব্যবহার খুবই প্রয়োজনীয়। লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ তো বটেই, আজকাল অনেকের বাড়িতেই ইনডাকশন, মাইক্রোওয়েভ সহ একাধিক ইলেকট্রিক যন্ত্র দৈনন্দিন ভিত্তিতে ব্যবহৃত হয়। ফলে বিপুল পরিমাণ ইলেকট্রিক বিল উঠতে দেখা যায়। আবার অনেকের সাধারণ ইলেকট্রিকের ব্যবহারেই বিল (Electricity Bill) দেখে কপালে ভাঁজ পড়ে।
এরকমই সমস্যার সম্মুখিন হতে হয়েছে আশু নামে এক ব্যক্তির ৷ এর জেরে বিদ্যুৎ দফতরের কাছে গিয়ে এত বেশি বিল আসার কারণ জানতে চান তিনি ৷ এই বিষয়ে বিদ্যুত দফতরের এক আধিকারিক আশুকে বেশ কিছু টিপস দিয়েছিলেন৷ আশু বাড়ি ফিরে সেই টিপসগুলো ফলো করতে থাকেন ৷ এরপর প্রায় ২ বছর কেটে গিয়েছে ৷ বিল্ডিংয়ের সব ফ্ল্যাটের মধ্যে আশুবাবুর ইলেকট্রিক বিল এখন সব থেকে কম আসে ৷ অথচ আশুবাবুর বাড়িতে বেশিরভাগ ইলেকট্রিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, এসি ব্যবহার হয়ে থাকে ৷
আরও পড়ুন: এই ফোন নম্বরে একটি কল করেই সেরে ফেলতে পারবেন স্টেট ব্যাঙ্কের একাধিক কাজ....
দেখে নিন আশু কী কী টিপস ফলো করেছিলেন -
একই পাওয়ারে জিনিস ব্যবহার-
আশু জানিয়েছেন, আগে একই সময় তিনি ওয়াশিং মেশিন এবং জলের পাম্প ব্যবহার করতেন ৷ এর সঙ্গে ঘরে তখন ফ্রিজ, টিভি চলত ৷ এর জেরে মিটারের উপরে এক সঙ্গে বেশি চাপ পড়ে থাকে ৷ মাসে তিন বার লোড বেড়ে গেলে নিজে থেকেই নির্দিষ্ট লোডের থেকে বেশি লোড বিদ্যুতের বিলে যোগ হয়ে যায় ৷ আর লোড বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক বিলও বাড়তে থাকে ৷
তাই এক সময় কেবল একটি পাওয়ারের জিনিসই চালানো উচিৎ ৷ যেমন ওয়াশিং মেশিন চলার সময় পাম্প বা ফ্রি বন্ধ রাখলে মিটারের উপর চাপ কম পড়বে ৷
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের দাম জারি করল IOCL, দেখে নিন আপনার শহরে কত হল
ইলেকট্রিক জিনিসের ব্যবহার -
পুরনো টিউব ও বাল্ব বদলে এলইডি ব্যবহার করলে অনেকটাই সাশ্রয় হবে বিদ্যুৎ ৷ ১০০ ওয়াটের এলইডি বাল্ব থেকে গোটা ঘরে আলো হয়ে যাবে ৷ শীতকালে হিটারের বদলে ব্লোয়ার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ হিটারে বেশি ইলেকট্রিসিটি ব্যবহার হয়ে থাকে ৷ তাই কম ওয়াটের হিটার বা ব্লোয়ার ব্যবহার করুন ৷
বিশ্রাম দিন রেফ্রিজেটারকে -
অনেক জায়গায় যেমন দিল্লি-এনসিআর-এ শীতের সময় ঘরের তাপমাত্রা ফ্রিজের থেকেও কম থাকে ৷ ফলে এই সময় দু’তিন ঘণ্টার জন্য ফ্রিজ বন্ধ করে রাখুন ৷ এর জেরে ফ্রিজে বরফও জমবে না এবং বিদ্যুতের বিলও কম আসবে ৷
আরও পড়ুন-ঘরের মেঝে খুঁড়তেই প্রকাশ্যে রহস্যে মোড়া গুহা, বেরিয়ে এল ১০০ বছরের পুরনো ইতিহাস!
৫ স্টার রেটিং ইলেকট্রিক প্রোডাক্ট
পুরনো ইলেকট্রনিক জিনিস সরিয়ে ৫ স্টার রেটিংয়ের জিনিস ব্যবহার করুন ৷ এর জেরে আপনার বিদ্যুতের বিল অর্ধেকের কম হয়ে যাবে ৷ স্মার্ট ডিভাইস ব্যবহার করে স্মার্ট উপায়ে কম করতে পারবেন বিদ্যুতের বিল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।