আইডিবিআই ব্যাঙ্কে থাকা নিজেদের শেয়ার বিক্রির প্রস্তুতি নিচ্ছে সরকার এবং এলআইসি!

Last Updated:

IDBI Bank: উল্লেখ্য, আইডিবিআই ব্যাঙ্কে সরকার এবং এলআইসি-এর মোট ৯৪ শতাংশ শেয়ার রয়েছে।

#কলকাতা: সরকার (Indian Government) এবং এলআইসি (LIC) আইডিবিআই ব্যাঙ্কে (IDBI Bank) থাকা নিজেদের শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে।
কত শতাংশ শেয়ার বিক্রি করা হবে, তা নিয়ে উভয়ের কর্মকর্তাদের মধ্যেই আলোচনা চলছে। আর এই শেয়ার বিক্রির খবর সামনে আসতে-না আসতেই আইডিবিআই ব্যাঙ্কের শেয়ারের দামও এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে!
আরও পড়ুন- স্লিপার ক্লাসের টিকিটে বিনামূল্যে এসি ক্লাসে ভ্রমণের সুযোগ দিচ্ছে ভারতীয় রেল!
উল্লেখ্য, আইডিবিআই ব্যাঙ্কে সরকার এবং এলআইসি-এর মোট ৯৪ শতাংশ শেয়ার রয়েছে। সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, আইডিবিআই ব্যাঙ্কে মোট ৫১ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে সরকার।
advertisement
advertisement
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি আধিকারিক বয়ান দেননি। এই শেয়ার বিক্রয় সংক্রান্ত বিষয়ে সম্মিলিত ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মন্ত্রীদের একটি দল। মনে করা হচ্ছে যে, আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকেই এই শেয়ারের ক্রেতা কে হবেন, সেই বিষয়ে সিদ্ধান্ত হয়ে যাবে।
সরকার এবং এলআইসি-র শতাংশ শেয়ারের পরিমাণ?
আইডিবিআই ব্যাঙ্কে সরকারের ৪৫.৪৮ শতাংশ এবং এলআইসি-র ৪৯.২৪ শতাংশ শেয়ার রয়েছে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, আইডিবিআই-এর কিছু শেয়ার সরকার এবং কিছু শেয়ার এলআইসি বিক্রি করবে। এর পাশাপাশি এর ব্যবস্থাপনার দায়িত্বও ক্রেতার হাতে তুলে দেওয়া হবে।
advertisement
অন্য দিকে আবার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই (RBI) এক জন ক্রেতাকে ৪০ শতাংশের বেশি শেয়ার কেনার অনুমোদন দিতে পারে। আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) সম্প্রতি বলেছেন যে, সরকারি ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের প্রসঙ্গে আরবিআই-এর অবস্থান নিরপেক্ষই থাকবে।
ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ ধীরে ধীরে আর্থিক সমাবেশ বৃদ্ধি করবে:
সম্প্রতি প্রকাশিত হয়েছে আরবিআই বুলেটিনের অগাস্ট সংখ্যা। আর তাতে লেখা হয়েছে যে, “বেসরকারিকরণের দিকে সরকারের ক্রমবর্ধমান পদক্ষেপের মাধ্যমে এটা সুনিশ্চিত হবে যে, আর্থিক সমাবেশের সামাজিক উদ্দেশ্য।
advertisement
আরও পড়ুন- ট্রেনের যাত্রীদের জন্য বড় সুবিধা! রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বিশাল পাওনা
আরও বেশি সংখ্যক মানুষকে আর্থিক পরিষেবার সঙ্গে যুক্ত করা) পূরণ করতে গিয়ে একটা ব্যবধান তৈরি হবে না।” তবে বুলেটিনে আরও বলা হয়েছে যে, যদি খুব দ্রুত ব্যাঙ্কগুলিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হয়, তবে লাভের পরিবর্তে ক্ষতিই বেশি হতে পারে।
advertisement
আইডিবিআই শেয়ারে উর্ধ্বগতি:
আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার বিক্রির খবর প্রকাশ্যে আসার পর থেকেই এই শেয়ারের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আইডিবিআই ব্যাঙ্কের শেয়ার ৩.২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪০.২৫ টাকায় বাণিজ্য় করছে। এমনকী বুধবার ইন্ট্রা-ডে ট্রেডিংয়ে এই শেয়ারের দাম ৪১ টাকার দর ছুঁয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আইডিবিআই ব্যাঙ্কে থাকা নিজেদের শেয়ার বিক্রির প্রস্তুতি নিচ্ছে সরকার এবং এলআইসি!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement