স্লিপার ক্লাসের টিকিটে বিনামূল্যে এসি ক্লাসে ভ্রমণের সুযোগ দিচ্ছে ভারতীয় রেল! আপনি কীভাবে সুবিধা পাবেন?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Railway Upgradation Scheme: যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাঁদের জন্য ভারতীয় রেলের (Indian Railways) এই অটোআপগ্রেডেশন স্কিম এক কথায় অনবদ্য।
প্রাথমিক ভাবে অবিশ্বাস্যই মনে হবে। মনে হবে কেন রেল লোকসান টানতে চাইছে! আদতে যাঁরা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাঁদের জন্য ভারতীয় রেলের (Indian Railways) এই অটোআপগ্রেডেশন স্কিম এক কথায় অনবদ্য। এর অর্থ এতে যাত্রীরা বিনা মূল্যে টিকিট নিচ্ছেন এক শ্রেণির উপরের জন্য। অর্থাৎ যদি কোনও যাত্রী স্লিপার ক্লাসে টিকিট নিয়ে থাকেন, তবে তাঁকে বিনামূল্যে ৩এসিতে আপগ্রেড করা হয়। যদি কেউ ৩এসির টিকিট নিয়ে থাকেন, তবে তাঁকে ২এসি-তে আপগ্রেড করা হতে পারে এবং যদি কেউ ২এসির টিকিট নিয়ে থাকেন, তবে তাঁকে ১এসিতে আপগ্রেড করা হতে পারে। Representative Image
advertisement
advertisement
এটি কীভাবে কাজ করবে?- ধরা যাক, রমেশ নামের এক ব্যক্তি দিল্লি থেকে বরৌনি যাবেন। তিনি ৩এসিতে-তে বার্থ বুক করেছিলেন। কিন্তু টিকিট কনফার্মড হয়নি। এমনকী, চার্ট তৈরির সময় পর্যন্ত তাঁর সিট রিজার্ভ হয়নি। কিন্তু চার্ট তৈরি হলে দেখা গেল তাঁর সিট কনফার্মড হয়েছে। এর কারণ সেই ট্রেনের ফার্স্ট এসির তিনটি বার্থ এবং ২ এসির পাঁচটি বার্থ খালি ছিল। এই বার্থগুলিতে ৩ এসিতে অপেক্ষারত তালিকাভুক্ত যাত্রীদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হল। Representative Image
advertisement
তবে হ্যাঁ, এই সুবিধে পেতে হলে টিকিট বুকিংয়ের সময় যাত্রীদের আপগ্রেডেশনের অপশন দিতে হবে। রিকুইজিশন ফর্মটি পূরণ করার সময় যদি কোনও অপশন না দেওয়া হয়, তাহলেও যাত্রীরা অপশনের সম্মতি দিয়েছেন ধরে নেওয়া হয় এবং যাত্রীদের আপগ্রেডেশনের জন্য নির্বাচন করা হয়। যাত্রীদের আপগ্রেডেশনে শুধুমাত্র একটি ক্লাস বাড়ানো হয়। যেমন- স্লিপার থেকে ৩এসি, ৩এসি থেকে ২এসি এবং ২এসি থেকে ১এসি। Representative Image
advertisement
advertisement
আপগ্রেডেশন কি সব ট্রেনেই হয়?- ভারতীয় রেলের আপগ্রেডেশন স্কিম যে সমস্ত ট্রেনে শুধুমাত্র বসার জায়গা আছে সেখানে উপলব্ধ নেই। যেমন, চেয়ার কার, এসি চেয়ার কার এবং একজিকিউটিভ ক্লাস ইত্যাদি। এছাড়াও যাঁরা ছাড়ে বা পাসে ভ্রমণ করছেন তাঁরা এই স্কিমের অধীনে আপগ্রেডেশনের সুবিধে পাবেন না। Representative Image
advertisement