Bisleri লঞ্চ করেছে নিজস্ব মোবাইল অ্যাপ, এখন থেকে ঘরে বসেই পেয়ে যাবেন বিশুদ্ধ পানীয় জল!

Last Updated:

ডায়রেক্ট টু কনজিউমার নীতির ওপর ভিত্তি করে Bisleri কোম্পানি লঞ্চ করেছে নিজস্ব এই মোবাইল অ্যাপ।

Bisleri লঞ্চ করেছে নিজস্ব মোবাইল অ্যাপ, এখন থেকে ঘরে বসেই পেয়ে যাবেন বিশুদ্ধ পানীয় জল!
Bisleri লঞ্চ করেছে নিজস্ব মোবাইল অ্যাপ, এখন থেকে ঘরে বসেই পেয়ে যাবেন বিশুদ্ধ পানীয় জল!
#নয়াদিল্লি: জনপ্রিয় মিনারেল ওয়াটার কোম্পানি Bisleri লঞ্চ করেছে তাদের নিজস্ব মোবাইল অ্যাপ। Bisleri লঞ্চ করল তাদের নিজস্ব মোবাইল অ্যাপ bisleri@Doorstep। এই মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই পাওয়া যাবে Bisleri কোম্পানির মিলারেল ওয়াটার। Bisleri কোম্পানি সম্প্রতি দেশের ২৬টি শহরে অ্যাকটিভ করেছে bisleri@Doorstep মোবাইল অ্যাপ। ডায়রেক্ট টু কনজিউমার নীতির ওপর ভিত্তি করে Bisleri কোম্পানি লঞ্চ করেছে নিজস্ব এই মোবাইল অ্যাপ। যা Bisleri কোম্পানির ই-কমার্স ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। bisleri@Doorstep মোবাইল অ্যাপের মাধ্যমে পূরণ করা হবে গ্রাহকদের বাড়তি চাহিদা। সুতরাং এখন ঘরে বসেই পাওয়া যাবে Bisleri কোম্পানির জল।
দিন অথবা রাত যে কোনও সময় করা যাবে অর্ডার
Bisleri কোম্পানির নিজস্ব মোবাইল অ্যাপ bisleri@Doorstep সাবস্ক্রিপশনের সুবিধাও দেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা একবার পেমেন্ট করে সবসময় জলের ডেলিভারির সুবিধা পেতে পারে। Bisleri কোম্পানির নিজস্ব মোবাইল অ্যাপ অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (IOS) দুই ধরনের ইউজাররাই ব্যাবহার করতে পারবে। এই মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা দিন অথবা রাত যে কোনও সময় অর্থাৎ ২৪ ঘণ্টাই জলের অর্ডার দিতে পারবে। অর্ডার দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকের বাড়িতে জলের ডেলিভারি দেওয়া হবে।
advertisement
advertisement
কোম্পানি সংগ্রহ করবে গ্রাহকদের ডেটা
Bisleri কোম্পানির সিইও অ্যাঞ্জেলো জর্জ জানিয়েছেন, "আমরা টেকনোলজির মাধ্যমে গ্রাহকদের ভালো পরিষেবা দিতে চাই। এর জন্য মোবাইলের অ্যাপ দ্বারা প্রাপ্ত গ্রাহকদের বিভিন্ন তথ্যের আলাদা প্রোফাইল তৈরি করা হবে। সেই অনুযায়ী বিভিন্ন ধরণেনে সুবিধা এবং বিভিন্ন সমস্যা সমাধান প্রদান করা হবে। এই মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে গ্রাহকদের জন্যই। তাদের আধুনিক এবং উপযুক্ত পরিষেবা দেওয়ার জন্য কোম্পানির তরফে গ্রাহকদের ডেটা সংগ্রহ করা হবে।"
advertisement
তেজ গতিতে বাড়ছে সাবস্ক্রাইবার
Bisleri কোম্পানি তাদের নতুন নিজস্ব মোবাইল অ্যাপ bisleri@Doorstep লঞ্চ করার ফলে, তারাই হল প্রথম জলের কোম্পানি যারা ই-কমার্স প্ল্যাটফর্মে পা রাখল। এছাড়া Bisleri কোম্পানিই হল প্রথম জলের কোম্পানি যারা এই প্রথম এই ধরনের মোবাইল অ্যাপ bisleri@Doorstep লঞ্চ করেছে। Bisleri কোম্পানির সিইও অ্যাঞ্জেলো জর্জ জানিয়েছেন যে, Bisleri কোম্পানির নিজস্ব মোবাইল অ্যাপ bisleri@Doorstep লঞ্চ করার সঙ্গে সঙ্গেই তেজ গতিতে বাড়ছে এর সাবস্ক্রাইবার। Bisleri কোম্পানির সিইও অ্যাঞ্জেলো জর্জ মনে করেনন আগামী দিনে এভাবেই বাড়তে থাকবে তাদের সাবস্ক্রাইবার।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bisleri লঞ্চ করেছে নিজস্ব মোবাইল অ্যাপ, এখন থেকে ঘরে বসেই পেয়ে যাবেন বিশুদ্ধ পানীয় জল!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement