সুখবর! এবার কেবল মিসড কল দিয়ে পেয়ে যাবেন LPG গ্যাসের কানেকশন

Last Updated:

কীভাবে বুকিং করবেন এলপিজি সিলিন্ডারের?

#নয়াদিল্লি: রান্নার গ্যাসের নতুন কানেকশন নেওয়ার জন্য ডিস্ট্রিবিউটারের অফিসে চক্কর কাটার দিন এবার শেষ ৷ এলপিজি কানেকশন (New LPG Connection) নিতে হলে এবার কেবল একটি মিসড কলেই হয়ে যাবে কাজ ৷ সহজ কয়েকটি উপায়ে পেয়ে যাবেন রান্নার গ্যাসের কানেকশন ৷
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ট্যুইট করে জানিয়েছে, এবার থেকে কোনও ব্যক্তি 8454955555 নম্বরে মিসড কল দিলে সংস্থার তরফেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে ৷ এরপর ঠিকানার প্রমাণ পত্র ও আধার নম্বরের মাধ্যমে পেয়ে যাবেন গ্যাস কানেকশন (New LPG Connection) ৷
advertisement
advertisement
আইওসিএল-এর তরফে আরও জানানো হয়েছে, এই নম্বরের মাধ্যমে গ্রাহকরা রিফিল বুকিংও করতে পারবেন ৷ এর জন্য অবশ্য নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে কল করতে হবে ৷ আপনার পরিবারের অন্য সদস্যের নামে গ্যাস কানেকশন থাকলে সেটাকেই অ্যাড্রেস প্রুফ হিসেবে দেখা হবে ৷ এর জন্য অবশ্য এজেন্সিতে গিয়ে পুরনো গ্যাস কানেকশনের কাগজপত্র জমা দিতে হবে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য ৷ এরপর আপনিও ওই একই অ্যাড্রেসে গ্যাস কানেকশন পেয়ে যাবেন ৷
advertisement
দেশের কোথায় কোথায় মিলবে এই সুবিধা ?
আইওসি-র চেয়ারম্যান গত মাসে মিসড কলের মাধ্যমে গ্যাস কানেকশন নেওয়া (New LPG Connection) ও রিফিলের পরিষেবা চালু করেছিলেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের যে কোনও প্রান্তের গ্রাহকরা এই সুবিধা পাবেন ৷ ২০২১ জানুয়ারিতে এই পরিষেবা নির্দিষ্ট কিছু শহরে চালু করা হয়েছিল ৷ তবে বর্তমানে এখন দেশের সমস্ত শহরে এই পরিষেবা পাওয়া যাবে ৷
advertisement
কীভাবে বুকিং করবেন এলপিজি সিলিন্ডার
১. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 8454955555 নম্বরে মিসড কল দিতে হবে ৷
২. ভারত বিল পেমেন্ট সিস্টেমের (BBPS) মাধ্যমে এলপিজি সিলিন্ডার রিফিল করাতে পারবেন ৷
৩. ইন্ডিয়ান অয়েলের অ্যাপ বা https://cx.indianoil.in ওয়েবসাইটের মাধ্যমেও বুকিং করা যাবে ৷
advertisement
৪. গ্রাহকরা 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সিলিন্ডার রিফিল করতে পারবেন ৷
৫. এছাড়া 7718955555 নম্বরে এসএমএস বা আইবিআরএস করেও বুকিং করা যেতে পারে৷
৬. অ্যামাজন বা পেটিএম-এর মাধ্যমে সিলিন্ডার রিফিল করা যেতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! এবার কেবল মিসড কল দিয়ে পেয়ে যাবেন LPG গ্যাসের কানেকশন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement