সুখবর! এবার কেবল মিসড কল দিয়ে পেয়ে যাবেন LPG গ্যাসের কানেকশন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কীভাবে বুকিং করবেন এলপিজি সিলিন্ডারের?
#নয়াদিল্লি: রান্নার গ্যাসের নতুন কানেকশন নেওয়ার জন্য ডিস্ট্রিবিউটারের অফিসে চক্কর কাটার দিন এবার শেষ ৷ এলপিজি কানেকশন (New LPG Connection) নিতে হলে এবার কেবল একটি মিসড কলেই হয়ে যাবে কাজ ৷ সহজ কয়েকটি উপায়ে পেয়ে যাবেন রান্নার গ্যাসের কানেকশন ৷
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ট্যুইট করে জানিয়েছে, এবার থেকে কোনও ব্যক্তি 8454955555 নম্বরে মিসড কল দিলে সংস্থার তরফেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে ৷ এরপর ঠিকানার প্রমাণ পত্র ও আধার নম্বরের মাধ্যমে পেয়ে যাবেন গ্যাস কানেকশন (New LPG Connection) ৷
Your new #Indane LPG connection only a Missed Call away! Dial 8454955555 and get LPG connection at your doorsteps. Existing Indane customers can also book a refill by giving us a missed call from their registered phone number. pic.twitter.com/Jnf6Qt8v7h
— Indian Oil Corp Ltd (@IndianOilcl) February 24, 2022
advertisement
advertisement
আইওসিএল-এর তরফে আরও জানানো হয়েছে, এই নম্বরের মাধ্যমে গ্রাহকরা রিফিল বুকিংও করতে পারবেন ৷ এর জন্য অবশ্য নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে কল করতে হবে ৷ আপনার পরিবারের অন্য সদস্যের নামে গ্যাস কানেকশন থাকলে সেটাকেই অ্যাড্রেস প্রুফ হিসেবে দেখা হবে ৷ এর জন্য অবশ্য এজেন্সিতে গিয়ে পুরনো গ্যাস কানেকশনের কাগজপত্র জমা দিতে হবে অ্যাড্রেস ভেরিফাই করার জন্য ৷ এরপর আপনিও ওই একই অ্যাড্রেসে গ্যাস কানেকশন পেয়ে যাবেন ৷
advertisement
দেশের কোথায় কোথায় মিলবে এই সুবিধা ?
আইওসি-র চেয়ারম্যান গত মাসে মিসড কলের মাধ্যমে গ্যাস কানেকশন নেওয়া (New LPG Connection) ও রিফিলের পরিষেবা চালু করেছিলেন ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের যে কোনও প্রান্তের গ্রাহকরা এই সুবিধা পাবেন ৷ ২০২১ জানুয়ারিতে এই পরিষেবা নির্দিষ্ট কিছু শহরে চালু করা হয়েছিল ৷ তবে বর্তমানে এখন দেশের সমস্ত শহরে এই পরিষেবা পাওয়া যাবে ৷
advertisement
কীভাবে বুকিং করবেন এলপিজি সিলিন্ডার
১. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 8454955555 নম্বরে মিসড কল দিতে হবে ৷
২. ভারত বিল পেমেন্ট সিস্টেমের (BBPS) মাধ্যমে এলপিজি সিলিন্ডার রিফিল করাতে পারবেন ৷
৩. ইন্ডিয়ান অয়েলের অ্যাপ বা https://cx.indianoil.in ওয়েবসাইটের মাধ্যমেও বুকিং করা যাবে ৷
advertisement
৪. গ্রাহকরা 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সিলিন্ডার রিফিল করতে পারবেন ৷
৫. এছাড়া 7718955555 নম্বরে এসএমএস বা আইবিআরএস করেও বুকিং করা যেতে পারে৷
৬. অ্যামাজন বা পেটিএম-এর মাধ্যমে সিলিন্ডার রিফিল করা যেতে পারে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2022 4:30 PM IST