PM Kisan: এপ্রিলে অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, শীঘ্রই করিয়ে নিন রেজিস্ট্রেশন

Last Updated:

PM Kisan: এই ভাবে করে নিন রেজিস্ট্রেশন-

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ১ জানুয়ারি ২০২২ ট্রান্সফার করে দিয়েছে সরকার ৷ এই যোজনায় দেশের কৃষক পরিবারদের বছর ৬০০০ টাকা আর্থিক সাহায্য করা হয় ৷ বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে সরকার ৷ সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ট্রান্সফার করা হয়ে থাকে ৷
১১তম কিস্তির টাকার (PM Kisan 11th Installment 2022) জন্য অপেক্ষাকৃত কৃষকদের জন্য বড় সুখবর ৷ সূত্রের খবর অনুযায়ী, এপ্রিল মাসের যে কোনও দিন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে ৷
advertisement
আপনিও এই যোজনার সুবিধা নিতে চাইলে শীঘ্রই রেজিস্ট্রেশন করিয়ে নিন ৷ এর জন্য অবশ্য একটি শর্ত রয়েছে ৷ আপনার আধার নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে ৷ এর পাশাপাশি কৃষকদের নিজেদের রেশন কার্ডের ডিটেলও আপলোড করতে হবে ৷
advertisement
অনলাইন রেজিস্ট্রেশন কী করে করবেন ?
এই স্কিমে রেজিস্ট্রেশন করানো বেশ সহজ ৷ বাড়িতে বসে অনলাইনেই রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ এছাড়া পঞ্চায়েত সচিব বা স্থানীয় কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷
advertisement
এই ভাবে করে নিন রেজিস্ট্রেশন
  • প্রথমে পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর Farmers Corner এ গিয়ে ‘New Farmer Registration’ অপশন সিলেক্ট করতে হবে
  • এবার আধার নম্বর দিতে হবে
  • রাজ্য সিলেক্ট করে ক্যাপচা কোড দিয়ে প্রসেস আগে বাড়াতে হবে
  • এই ফর্মে আপনাকে আপনার পুরো পার্সোনাল তথ্য দিতে হবে
  • পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমি সংক্রান্ত তথ্য দিতে হবে
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: এপ্রিলে অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, শীঘ্রই করিয়ে নিন রেজিস্ট্রেশন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement