এই যোজনায় প্রতি মাসে পেয়ে যাবেন ৬০০০ টাকা, ১ সেপ্টেম্বর থেকে এখানে করুন আবেদন

Last Updated:

এই যোজনার সুবিধা নেওয়ার ক্ষেত্রে মানতে হবে বেশ কয়েকটি শর্ত ৷

#নয়াদিল্লি: দেশের বেশির ভাগ গ্রামীণ নাগরিকের জীবন যাপন কৃষির উপর নির্ভর করে ৷ ছত্তীসগড় সরকারের তরফে রাজীব গান্ধি গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা (Rajiv Gandhi Gramin Bhumihin Krishi Majdur Nyay Yojana) চালানো হচ্ছে ৷ এই যোজনায় প্রায় ১০ লক্ষের বেশি ভূমিহীন কৃষি শ্রমিকরা লাভবান হতে চলেছেন ৷ প্রত্যেক পরিবারকে বছরে ৬০০০ টাকার দেওয়া হবে ৷ এই যোজনার মাধ্যমে কৃষি শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করা হবে ৷ বর্তমান আর্থিক বছর ২০২১-২২ থেকে শুরু হওয়া এই যোজনায় নাম নথিভুক্ত করার আবেদনের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে ৷
কী এই রাজীব গান্ধি গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা?
Rajiv Gandhi Gramin Bhumihin Krishi Majdur Nyay যোজনা অনুযায়ী ভূমিহীন কৃষি শ্রমিকদের পরিবারকে বছরে ৬০০০ টাকার আর্থিক সাহায্য করা হবে ৷ এই যোজনায় পরিবারের প্রধানকে এই টাকা দেওয়া হবে ৷ যোজনার লাভ নেওয়ার জন্য সরকারি ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করতে হবে ৷ ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন ৷ এর জন্য গ্রাম পঞ্চায়েতের সচিবের কাছে আবেদন জমা করতে হবে ৷
advertisement
advertisement
কে করতে পারবেন আবেদন ?
এই যোজনার সুবিধা নেওয়ার ক্ষেত্রে মানতে হবে বেশ কয়েকটি শর্ত ৷  Rajiv Gandhi Gramin Bhumihin Krishi Majdur Nyay যোজনার লাভ নেওয়ার জন্য ছত্তীসগড়ের বাসিন্দা হতে হবে ৷ যাঁদের কাছে চাষের জমি নেই তাঁরা এই যোজনার লাভ নিতে পারবেন ৷ আবেদনকারীর পরিবারের কোনও সদস্যর কাছে চাষের জমি থাকলে চলবে না ৷
advertisement
দেখে নিন কোথায় আবেদন করতে হবে -
এই যোজনার লাভ নেওয়ার জন্য https://rggbkmny.cg.nic.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন ৷ এর জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই যোজনায় প্রতি মাসে পেয়ে যাবেন ৬০০০ টাকা, ১ সেপ্টেম্বর থেকে এখানে করুন আবেদন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement