হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
মাত্র ১ কাপ চায়ের দাম দিয়ে পেয়ে যেতে পারেন মাসে ৫০০০ টাকা পেনশন

মাত্র ১ কাপ চায়ের দাম দিয়ে পেয়ে যেতে পারেন মাসে ৫০০০ টাকা পেনশন

ইনকাম ট্যাক্সের 80CCD ধারায় ট্যাক্স ছাড়ও পাওয়া যায় এই যোজনায় ৷

  • Share this:

কলকাতা: প্রতিদিন মাত্র ৭ টাকা করে বাঁচিয়ে সুরক্ষিত করতে পারবেন আপনার অবসর জীবন ৷ এক কাপ চায়ের দামের থেকেও কম টাকায় অটল পেনশন যোজনায় (Atal Pension Yojana-APY) এই সুবিধা পাবেন ৷ এই যোজনায় প্রতি মাসে আপনি পেয়ে যেতে পারেন ৫০০০ টাকা পর্যন্ত পেনশন ৷ কেন্দ্র সরকারের সোশ্যাল সিকিউরিটি স্কিম অটল পেনশন যোজনার জনপ্রিয়তা বর্তমানে আকাশছোঁয়া ৷ পেনশন ফান্ড রেগুলেটারি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অর্থাৎ পিএফআরডিএ (PFRDA) জানিয়েছে, চলতি অর্থবর্ষের ১১ মাসে অটল পেনশন যোজনার সাবস্ক্রাইবার্সের সংখ্যা ২৮.৪৬ শতাংশ বেড়ে গিয়েছে ৷

আরও পড়ুন: আপনি যে গয়না পড়ছেন তার সোনা আসল না নকল ? জেনে নিন এই ৫ উপায়েআরও পড়ুন: সরকারি-বেসরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর! বিয়ের জন্যও EPFO থেকে তোলা যাবে টাকা

২০১৫ সালে অটল পেনশন যোজনা শুরু করেছিল মোদি সরকার ৷ ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে যে কেউ এই যোজনা করাতে পারবেন ৷ তবে ১ অক্টোবর ২০২২, থেকে এই যোজনায় কেবল তাঁরা আবেদন করতে পারবেন যাঁরা আয়করের আওতায় পড়েন না ৷ যোজনায় সাবস্ক্রাইবার্রের ৬০ বছর বয়স হতে ওনার প্রিমিয়াম অনুযায়ী ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাবেন ৷ সাবস্ক্রাইবার্রের মৃত্যু হলে তাঁর স্বামী/স্ত্রী পেনশনের টাকা পাবেন ৷ ইনকাম ট্যাক্সের 80CCD ধারায় ট্যাক্স ছাড়ও পাওয়া যায় এই যোজনায় ৷

প্রত্যেক মাসে মিলবে ৫০০০ টাকা পেনশন -

কম টাকায় গ্যারান্টিড পেনশন পাওয়ার সবচেয়ে ভাল বিকল্প হল অটল পেনশন যোজনা ৷ প্রত্যেক মাসে এই যোজনায় একটি নির্দিষ্ট অঙ্কের প্রিমিয়াম দিতে হয় ৷ এর উপর নির্ভর করে ৬০ বছরের পর ১০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে পেনশন পাবেন সাবস্ক্রাইবার্সরা৷ বর্তমান নিয়ম অনুযায়ী ১৮ বছর বয়সে এই যোজনা শুরু করলে ৫০০০ টাকা পেনশনের জন্য দিতে হবে ২১০ টাকা ৷ প্রত্যেক তিন মাস অন্তর টাকা দিলে ৬২৬ টাকা, ৬ মাসে ১২৩৯ টাকা ৷ আর ১০০০ টাকা পেনশনের জন্য (১৮ বছর বয়স থেকে শুরু করলে) প্রতি মাসে দিতে হবে ৪২ টাকা ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Atal Pension Yojana, Pension Schemes