৪. নাইট্রিক অ্যাসিড:
খাঁটি সোনা কখনই নাইট্রিক অ্যাসিডে বিক্রিয়া করে না। তামা, দস্তা, স্টার্লিং সিলভার ইত্যাদি সঙ্কর ধাতুতে বিক্রিয়া করে। ফলে এভাবেও দেখে নেওয়া যায়। তবে সতর্ক থাকতে হবে। ভাল আলো হাওয়া খেলে এমন একটি ঘরে এই পরীক্ষা করতে হবে। হাতে গ্লভস ও মুখে মাস্ক লাগিয়ে নিতে হবে। এবার গয়নার কোনও অংশে সামান্য আঁচড় কেটে তার উপর ড্রপারে করে সামান্য নাইট্রিক অ্যাসিড ফেলতে হবে। যদি সবুজ রঙের কোনও পদার্থ উৎপন্ন হয়, তবে বুঝতে হবে এটি ভেজাল সোনা। আর সাদা অবক্ষেপ তৈরি হলে বুঝতে হহবে সেটি স্টার্লিং সিলভার।