Bumper Car Discounts: এই গাড়িতে মিলছে ১ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, চলতি মাসেই শেষ হয়ে যাবে অফার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Bumper Car Discounts: এই অফারের মধ্যে ক্যাশ ডিসাকাউন্ট, কর্পোরেট ছাড় ও অন্যান্য অফারও সামিল রয়েছে ৷
#নয়াদিল্লি: চলতি মাসে নির্দিষ্ট কয়েকটি গাড়িতে বেশ আকর্ষণীয় ছাড় দিচ্ছে Volkswagen ৷ জার্মান গাড়ি নির্মাতা Polo, Taigun ও Vento-তে প্রায় ১ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে ৷ এই অফারের মধ্যে ক্যাশ ডিসাকাউন্ট, কর্পোরেট ছাড় ও অন্যান্য অফারও সামিল রয়েছে ৷
টাইগুন মডেলে সংস্থার তরফে প্রায় ৮৫০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ৷ 1.5-লিটার GT DSG ভেরিয়েন্ট, 1-লিটার টপলাইন ও হাইলাইনে ২৫০০০ টাকার এক্সচেঞ্জ অফারের সঙ্গে ১০ হাজার টাকার লয়েল্টি বেনিফিট মিলছে ৷ এছাড়া এই ভেরিয়েন্টগুলির সঙ্গে ১৫,০০০ টাকার ORVM সাপোর্টও দেওয়া হচ্ছে ৷ সংস্থার হাইলাইন অটোমেটিক গিয়ারবক্স অপশনে ৫০,০০০ টাকার ক্যাশ বেনিফিট দেওয়া হচ্ছে ৷
advertisement
advertisement
স্টক খালি করার জন্য দেওয়া হচ্ছে এই অফার-
ভারতীয় বাজারে Volkswagen Polo- বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ৷ স্টক খালি করার জন্য এই গাড়িতে প্রায় ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে ৷ ট্রেন্ডলাইন ও কমফর্টলাইন ভেরিয়েন্টেও অতিরিক্ত একটি অফার রয়েছে, যেখানে বিনামূল্যে একটি কানেক্ট ডঙ্গেল মিলবে ৷ বর্তমানে লিজেন্ডের জন্য কোনও অফারের বিষয়ে জানানো হয়নি যেটা Volkswagen Polo-র শেষ ভেরিয়েন্ট মনে করা হচ্ছে ৷
advertisement
ভেন্টোতে মিলছে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড়
Volkswagen Vento-তে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় মিলছে ৷ অফারে ২৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ১৫০০০ টাকার লয়েল্টি বেনিফিট সামিল রয়েছে ৷ অটোমেকার Volkswagen Vento-র নির্মাণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ অটোকারের রিপোর্ট অনুযায়ী, Volkswagen Virtus ভেন্টোর জায়গা নিতে চলেছে ৷ মে মাসে Volkswagen Virtus-র লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2022 7:16 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bumper Car Discounts: এই গাড়িতে মিলছে ১ লক্ষ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, চলতি মাসেই শেষ হয়ে যাবে অফার