Indian Railways: গরমের ছুটিতে দক্ষিণ ভারত ঘোরার প্ল্যান? চালু হচ্ছে সাপ্তাহিক ট্রেন! জানুন সময়সূচি...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Indian Railways: প্রতি শনিবার গোরখপুর থেকে ছাড়বে ০৫৩০৩/০৫৩০৪ গোরখপুর-এর্নাকুলাম-গোরখপুর সামার উইকলি স্পেশাল ট্রেন।
গ্রীষ্মের বড় পাওনা গরমের ছুটি। অনেকেই এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। ব্যাগপত্তর গুছিয়ে অনেকেই বেড়িয়ে পড়েন দেশ ঘুরতে। সেই সব ভ্রমণপিপাসুদের জন্য কেরল ঘোরার বড় সুযোগ। সামার উইকলি স্পেশাল ট্রেন চালু করছে ভারতীয় রেল। এই ট্রেন চালু হলে কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মধ্যে রেল যাত্রীদের চলাচল সহজ হবে। ৩০ এপ্রিল থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ইরোড ০৬.৩৫-এ, সালেম ০৭.২৫-এ, জোলারপেট্টাই ০৯.৩০-এ, কাটপাডি ১১.০০-এ, পেরাম্বুর ১৩.০০-এ, পেরাম্বুর ০৬.০০-এ, গুডুর ৫-এ, ওঙ্গোল থেকে ১৭.৩৯-এ, তেনালি ১৯.২২-এ, বিজয়ওয়াড়া ২০.০৫-এ, খাম্মাম ২৩.১৭-এ, ওয়ারাঙ্গল থেকে ২৩.১৭-এ, ৩য় দিন বলহারশাহ থেকে ০৩.২০-এ, নাগপুর ৩-এ, কানপুর থেকে ২১.২০-এ ছাড়বে, ওরাই ২২.২২-এ, চতুর্থ দিন এটি কানপুর সেন্ট্রাল থেকে ০১.৩০-এ, আইশবাগ থেকে ০২.৫-এ, গোন্ডা থেকে ০৬.০৫-এ, বাস্তি থেকে ০৭.২০-এ এবং খলিলাবাদ থেকে ০৫.৩০-এ ছেড়ে যাবে।
advertisement