জিওতে ক্ষতি ২৭১ কোটি, গ্রাহক সংখ্যা ছাড়াল ১৩ কোটি !
Last Updated:
৬১৫০ কোটি টাকার ব্যবসা করে, সংস্থার ক্ষতির পরিমাণ ২৭১ কোটি টাকা।
#মুম্বই: জিও বাজারে আসার পরেই দেশের টেলিকম শিল্পে নতুন বিপ্লব এসেছে ৷ একের পর এক দুর্দান্ত অফারের ঘায়ে বাকিদের অবস্থা খুবই খারাপ ৷ প্রতিযোগিতার দৌড়ে রিল্যায়েন্স জিওর থেকে অনেকাংশেই পিছিয়ে পড়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি ৷ কিন্তু জিও থেকে সংস্থার আয় কত ? এতদিন সেব্যাপারে কোনও মুখ না খুললেও শেষপর্যন্ত রিল্যায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি জানালেন লাভের থেকে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও বেশি ৷
মুকেশ আম্বানি জানিয়েছেন, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড ২৬০ কোটি টাকা লাভ করেছে। যদিও সেটি সুদ ও করের পরিমাণ বাদ দিয়ে। ৬১৫০ কোটি টাকার ব্যবসা করে, সংস্থার ক্ষতির পরিমাণ ২৭১ কোটি টাকা।
ব্যবসায় ক্ষতির পরিমাণ বেশি হলেও জিওর জন্য আশার খবর হল, দেশে সংস্থার গ্রাহক সংখ্যার পরিমাণ ক্রমে বেড়েই চলেছে ৷ বর্তমানে জিওর গ্রাহক সংখ্যা ১৩.৮৬ কোটি ছাড়িয়েছে ৷ ভবিষ্যতে তাই ব্যবসায় আরও ভাল ফলের আশায় মুকেশ আম্বানির সংস্থা ৷
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2017 7:43 PM IST