Fishing Trawler Price: ইলিশ-চিংড়ি-পমফ্রেট ধরার ট্রলার তৈরির খরচই কোটি টাকা! জানুন সামুদ্রিক মৎস্য ব্যবসার লাভ-ক্ষতির অঙ্ক
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Fishing Trawler Price: সমুদ্রে ইলিশ, চিংড়ি বা পমফ্রেট ধরার ট্রলার তৈরি বেশ ব্যয়বহুল। কাঠের দাম থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতির খরচ আকাশছোঁয়া। কিন্তু ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে ভাগ্য সহায় হলে লাভের অঙ্ক ছাড়িয়ে যায় সব হিসেব। ট্রলার ব্যবসার খরচ ও উপার্জনের বিস্তারিত জানুন।
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ইলিশ-সহ অন্যান্য সামুদ্রিক মাছ ধরতে প্রতি বছর গভীর সমুদ্রে পারি দেয় মৎস্যজীবীরা। সেই সময়ে তারা নিয়ে যান ট্রলার। এই এক একটি ট্রলার তৈরি করতে খরচ পড়ে প্রায় এক কোটি টাকা। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য মৎস্যজীবীদের একমাত্র ভরসা ট্রলার। একবার ট্রলার তৈরি হয়ে গেলে প্রথম মাছ ধরার সিজনে বড়লোক হয়ে যাবেন আপনি।
তবে ট্রলার তৈরি করা কম ঝামেলার জিনিস নয়। ট্রলারটিকে মজবুত করে তৈরি করতে হয় প্রথমে। গভীর সমুদ্রে জলের ধাক্কা সহ্য করে টিকে থাকতে গেলে এই ট্রলারকে শক্তিশালী করে গড়ে তুলতে হয়। যার জন্য সময় লাগে অনেকটাই। প্রায় ৪ থেকে ৫ মাস পরিশ্রমের পর তৈরি হয় ট্রলার। খরচ হয় প্রায় এক কোটি টাকার কাছে। যার মধ্যে ইঞ্জিনের মূল্য প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকার কাছাকাছি। এছাড়াও একটি প্রপেলারের ফ্যানের দাম থাকে প্রায় ছয় লক্ষ টাকা।
advertisement
advertisement
১০ থেকে ১২ জন শ্রমিকের মিলিত প্রচেষ্টায় একটি ট্রলার তৈরি হয়। ট্রলার তৈরিতে ব্যবহার করা শাল কাঠ, সেই কাঠের অভাবে ইউক্যালিপটাসের কাঠও ব্যবহার করা হয়ে থাকে। কাঠগুলিকে কেটে প্রথমে কাঠামো তৈরি করা হয়। এরপর সেটিকে জল প্রতিরোধক বানানো হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে ট্রলারের তলায় ফাইবার কোটিং করা হচ্ছে। যাতে জল একেবারেই প্রবেশ করে না। এই ট্রলার সাধারণ কারিগর তৈরি করতে পারে না। প্রথমে ছোট নৌকা তৈরি করা শিখতে হয়, পরে ধীরে ধীরে ট্রলার তৈরির কাজে হাত লাগাতে হয়। ট্রলারে ভিতরে অন্দরসজ্জা থেকে শুরু করে সবকিছু করতে হয়। একবার ট্রলার তৈরি হয়ে গেলে সেটিকে জলে নামানো হয়। এরপর ট্রলার সাগর থেকে ফিরে এলে আরও একবার ট্রলারের পাটাতন পরীক্ষা করা হয়। সারাবছর ছোটোখাটো কাজ লেগেই থাকে এই ট্রলার তৈরির জন্য। তবে একটি ট্রলার তৈরি হয়ে গেলে ট্রলারটি যতদিন নষ্ট না হয় ততদিন টাকা উপার্জন হতেই থাকে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 29, 2026 6:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fishing Trawler Price: ইলিশ-চিংড়ি-পমফ্রেট ধরার ট্রলার তৈরির খরচই কোটি টাকা! জানুন সামুদ্রিক মৎস্য ব্যবসার লাভ-ক্ষতির অঙ্ক











