advertisement

Dance Competition Result: ১৮ রাজ্যকে গোল দিয়ে সেরার শিরোপা বাংলার! জাতীয় স্তরে পদক জিতে ফিরতেই খুদে নৃত্যশিল্পীদের রাজকীয় অভ্যর্থনা হাসনাবাদে

Last Updated:

North 24 Parganas News Dance Competition Result: জাতীয় স্তরের নৃত্য প্রতিযোগিতায় ১৮টি রাজ্যের তাবড় প্রতিযোগীদের হারিয়ে পদক জিতল বাংলার খুদে শিল্পীরা। জয়ের মুকুট নিয়ে বাড়ি ফিরতেই তাদের জন্য করা হল রাজকীয় আয়োজন। বাংলার এই খুদে প্রতিভাদের অভাবনীয় সাফল্যের কাহিনী জানুন।

+
খুদে

খুদে নৃত্যশিল্পীরা

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণসাফল্য, উওর ২৪ পরগনার খুদে শিল্পীদের সংবর্ধনায় বর্ণাঢ্য শোভাযাত্রা। জাতীয় স্তরের ড্যান্স কম্পিটিশনে স্বর্ণপদক জয় করে এক অনন্য সাফল্য এনে দিল উত্তর ২৪ পরগনার হাসনাবাদের খুদে নৃত্য শিল্পীরা। এই সাফল্যের আনন্দে হাসনাবাদ স্টেশন থেকে বরুনহাট হাসপাতাল মোড় পর্যন্ত আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রার।
ডান্স স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ভারত -এর উদ্যোগে আসানসোলে অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক মানের নৃত্য প্রতিযোগিতা। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রতিভাবান নৃত্যশিল্পীরা এতে অংশগ্রহণ করেন। মোট ১৮টি রাজ্যকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের ইচ্ছে পূরণ ড্যান্স অ্যাকাডেমির ছয়জন খুদে নৃত্যশিল্পী বিচারকদের মন জয় করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খুদে শিল্পীদের এই স্বর্ণজয় রাজ্য তথা জেলার মুখ উজ্জ্বল করেছে।
advertisement
advertisement
তাদের সাফল্যে আপ্লুত অভিভাবক থেকে শুরু করে এলাকাবাসী ও রাজ্যবাসী। বাড়ি ফেরার পথে সর্বত্রই শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা দেখা যায়। ইচ্ছে পূরণ ড্যান্স অ্যাকাডেমির কর্ণধর কৃষ্ণ জানান, “জাতীয় স্তরে এই স্বর্ণপদক আমাদের মনোবল আরও বাড়িয়ে দিল। আমরা আশা রাখি, আগামী দিনে আমাদের খুদে শিল্পীরা আরও বড় সাফল্য এনে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি আরও জানান, গত বছরের নভেম্বর মাসে জেলা স্তরের প্রতিযোগিতায় কলকাতায় স্বর্ণপদক জয়ের পর রাজ্য স্তরেও তারা সাফল্য পান। বর্তমানে জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হওয়ার পর আগামী দিনে জম্মু-কাশ্মীরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি চলছে। খুদে নৃত্যশিল্পীদের এই সাফল্য নিঃসন্দেহে উওর ২৪ পরগনার ক্রীড়া ও সংস্কৃতির ইতিহাসে এক গর্বের অধ্যায় হয়ে থাকল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Dance Competition Result: ১৮ রাজ্যকে গোল দিয়ে সেরার শিরোপা বাংলার! জাতীয় স্তরে পদক জিতে ফিরতেই খুদে নৃত্যশিল্পীদের রাজকীয় অভ্যর্থনা হাসনাবাদে
Next Article
advertisement
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
উদ্ধার ব্ল্যাকবক্স ! বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে? পাইলটের শেষ কথা ‘Oh S***’
  • উদ্ধার ব্ল্যাকবক্স !

  • বিমান ভেঙে পড়ার ঠিক আগে কী ঘটেছিল ককপিটে?

  • পাইলটের শেষ কথা ‘Oh S***’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement