Financial Advice: দুশ্চিন্তার দিন দূরে থাক; এক নজরে দেখে নিন দেনা থেকে মুক্তি পাওয়ার কয়েকটি সহজ উপায়!

Last Updated:

একটি বিষয় মাথায় রাখতে হবে যে কম সুদে বেশি মাসিক কিস্তির প্ল্যান বেছে নিলে বেশি টাকা সুদ হিসাবে দিতে হবে না।

#কলকাতা: বিভিন্ন ধরনের লোন নিয়ে থাকলে চিন্তা না করে সঠিক নিয়মে সেগুলো পরিশোধ করা সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক দেনা থেকে মুক্তি পাওয়ার কয়েকটি সহজ উপায়।
কম সুদে বেশি মাসিক কিস্তি
ব্যাঙ্কবাজারের সিইও আদিল শেঠি জানিয়েছেন যে, বিভিন্ন ধরনের লোন নিয়ে তার পর সময়ে সবগুলোর মাসিক কিস্তি জমা দেওয়া খুব সহজ ব্যাপার নয়। কোন একটা লোনের মাসিক কিস্তি জমা দিতে ভুলে গেলেই সুদের হার বেড়ে যেতে পারে। এর জন্য সবার প্রথমেই সব লোনএকত্রিত করে তার মাসিক কিস্তির পরিমাণ নির্ণয় করে নিতে হবে। এর ফলে সময়ে সব মাসিক কিস্তি জমা দেওয়া সহজ হবে। লোন নেওয়ার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে যে কম সুদে বেশি মাসিক কিস্তির প্ল্যান বেছে নিলে বেশি টাকা সুদ হিসাবে দিতে হবে না। এক্ষেত্রে লোনের টাকাও তাড়াতাড়ি পরিশোধ হয়ে যাবে।
advertisement
advertisement
ডেট কন্সোলিডেশন লোনের শর্ত
আদিল শেঠি জানিয়েছেন যে, ডেট কন্সোলিডেশন লোনের ক্ষেত্রে লোনের একটি সেটেলমেন্ট করতে হয়। এখানে ডেট কন্সোলিডেশন লোনের শর্ত হিসাবে স্পষ্টভাবে লেখা থাকে এই লোনের টাকা পুরনো লোনের বাকি মেটাতে ব্যবহার করা যেতে পারে এবং পুরনো লোনের টাকা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হবে। এই লোন চলাকালীন অন্য কোন লোন নেওয়া যাবে না।
advertisement
ডেট কন্সোলিডেশন লোনের সুবিধা
এই ধরনের ডেট কন্সোলিডেশন লোনের মাধ্যমে নিজেদের ক্রেডিট স্কোর ভালো করা যেতে পারে। ক্রেডিট স্কোর ভালো হলে পরবর্তী লোন পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। ডেট কন্সোলিডেশন লোনের মাধ্যমে একটানা সময় ধরে লোনের কিস্তি দেওয়ার ফলে লোনের মোট পরিমাণ কম হতে শুরু করে এবং ক্রেডিট রেটিং আগের থেকে ভালো হয়।
advertisement
সবথেকে বেশি টাকার লোন পরিশোধ করতে সবার আগে
সবথেকে বেশি টাকার যে লোন রয়েছে, সেটি সবার আগে পরিশোধ করতে হবে। কারণ এর ফলে সেই লোনের মোটা সুদ তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এর জন্য সবার প্রথমেই একটি লিস্ট তৈরি করে দেখে নিতে হবে কোন লোনের জন্য সবথেকে বেশি পরিমাণে সুদ দিতে হচ্ছে। সেই লোন লিস্টের সবার ওপরে রেখে সেটিকেই সবার আগে পরিশোধ করতে হবে। এর ফলে অতিরিক্ত সুদের টাকা বেচে যাবে এবং সেটি অন্য লোনের পেছনে ব্যয় করা যাবে।
advertisement
ন্যূনতম বকেয়া রাশি পরিশোধ করতে হবে
যে কোনও লোনের ক্ষেত্রে সবার আগে ন্যূনতম বকেয়া রাশি পরিশোধ করা দরকার। এটি না করলে ডিফল্টার শ্রেণিতে নিজের নাম চলে আসার সম্ভাবনা রয়েছে।
সবথেকে ছোট লোন, সবার আগে পরিশোধ করা নতুন ট্রেন্ড
বর্তমানে সবার আগে ছোট লোন পরিশোধ করার কারণ হল, সেটি যেন না ভুলে ঠিক সময়ে পরিশোধ করে অন্য বড় লোনের দিকে মনোনিবেশ করা যায়।
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Financial Advice: দুশ্চিন্তার দিন দূরে থাক; এক নজরে দেখে নিন দেনা থেকে মুক্তি পাওয়ার কয়েকটি সহজ উপায়!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement