5 Money Changes in February: ফেব্রুয়ারিতে আসছে আর্থিক পরিবর্তন, তালিকায় থাকবে ক্রেডিট কার্ড, সেভিংস অ্যাকাউন্টের নিয়ম, ইউপিআই-এর পরিবর্তন ও আরও নানা কিছু; যা না জেনে রাখলেই নয়

Last Updated:

এর মধ্যে অন্যতম হল: আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের নয়া নিয়ম ও শর্তাবলী, ইউপিআই আইডি ব্লকিং, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট পরিষেবার চার্জে পরিবর্তন।

News18
News18
কলকাতা: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একাধিক আর্থিক পরিবর্তন আনা হয়েছে। যা মাথায় রাখা আবশ্যক। এর মধ্যে অন্যতম হল: আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের নয়া নিয়ম ও শর্তাবলী, ইউপিআই আইডি ব্লকিং, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্ট পরিষেবার চার্জে পরিবর্তন।
১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কেন্দ্রীয় বাজেট ২০২৫-এর প্রত্যাশিত ঘোষণা নিয়ে সকলকেই নিজেদের আপডেটেড রাখতে হবে। নয়া আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রার মানিটারি পলিসি রিভিউ ঘোষণার জন্যও মুখিয়ে রয়েছেন সকলেই।
advertisement
ইউপিআই ট্রানজ্যাকশন আইডি: ইউপিআই ট্রানজ্যাকশন আইডি ক্রিয়েট করার প্রক্রিয়াকে স্ট্যানডার্ডাইজ করতে পেমেন্ট ইকোসিস্টেমে যুক্ত সমস্ত পার্টিকেই একটা নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। আসলে এনপিসিআই-এর নির্দেশ হল, শুধুমাত্র আলফানিউমেরিক ক্যারেক্টার ব্যবহার করতে হবে। তবে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা চলবে না। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে আর ট্র্যানজ্যাকশন আইডি জেনারেট করতে সক্ষম হবে না কোনও ইউপিআই অ্যাপ। যাঁরা ট্রানজ্যাকশন আইডি-তে ইউপিআই অ্যাপে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করছেন, তাঁদের ট্রানজ্যাকশন বাতিল করে দেবে সেন্ট্রাল সিস্টেম। মনে রাখতে হবে, ইউপিআই ট্রানজ্যাকশন আইডি কিন্তু ইউপিআই আইডি-র তুলনায় একদম আলাদা।
advertisement
আরবিআই মানিটারি পলিসি রিভিউ ঘোষণা আগামী ৭ ফেব্রুয়ারি: অর্থবর্ষ ২০২৪-২৫-এর অংশ হিসেবে পরবর্তী আরবিআই মানিটারি পলিসি মিটিং হবে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। একাধিক বিশেষজ্ঞের জল্পনা, রেপো রেট কমানো হবে। যদি রেপো রেটে কোনও পরিবর্তন আনা হয়, তাহলে ব্যাঙ্ককে তা মেনে চলতে হবে। আর সেই পরিবর্তন লাগু করতে হবে।
advertisement
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৮১১ সেভিংস অ্যাকাউন্ট: Kotak811 ঘোষণা করেছে যে, ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে কার্যকর হওয়া জেনারেল শিডিউল ফর ফিচার্স অ্যান্ড চার্জেস (জিএসএফসি) আপডেট করা হবে। মূল পরিবর্তনগুলির মধ্যে অন্যতম হল বিভিন্ন শাখায় ক্যাশ ট্রানজ্যাকশন চার্জ এবং ক্যাশ ডিপোজিট মেশিনের একটি সংশোধন, প্রথম বিনামূল্যে লেনদেন অথবা প্রতি মাসে ১০ হাজার টাকা ডিপোজিটের পর প্রতি ১০০০ টাকায় দিতে হবে ৫ টাকা ফি। ক্যুরিয়রের মাধ্যমে পিন রিজেনারেশন, প্রবীণ নাগরিকদের জন্য ক্যাশ/ইনস্ট্রুমেন্ট পিকআপ এবং ব্যালেন্স স্টেটমেন্ট মকুব করা হবে। এটিএম ডেক্লাইন ফি ২৫ টাকা রয়ে গিয়েছে, কিন্তু এখন শুধুমাত্র তা নন-কোটাক এটিএম-এ প্রযোজ্য। স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন (এসআই) ফেলিওর ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। এর পাশাপাশি কার্ডের ধরনের উপর ভিত্তি করে নির্দিষ্ট সীমার বাইরে প্রযোজ্য চার্জ-সহ বিনামূল্যে এটিএম লেনদেনের সীমা সংশোধন করা হয়েছে। কীভাবে নিজেদের ব্যাঙ্কিং লেনদেনগুলিকে প্রভাবিত করতে পারে, তা বোঝার জন্য গ্রাহকদের এই আপডেটগুলি পর্যালোচনা করা উচিত।
advertisement
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের পরিবর্তন: ক্রেডিট কার্ডের নীতিতে একাধিক আপডেট ঘোষণা করেছে ব্যাঙ্ক। যা কার্যকর হবে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। IDFC FIRST Millennia, FIRST Wealth এবং FIRST SWYP Credit Cards-এর স্টেটমেন্ট ডেট প্রতি মাসের ১০ তারিখে সংশোধন করা হবে। CRED, PayTM, এবং MobiKwik-এর মতো থার্ড পার্টি প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট করা এডুকেশন ফি-এর উপর ১ শতাংশ ফি (সর্বনিম্ন ২৪৯ টাকা) চার্জ করা হবে। তবে সেটা স্কুল অথবা কলেজ ওয়েবসাইট কিংবা পিওএস মেশিনের মাধ্যমে করা সরাসরি পেমেন্টের ক্ষেত্রে ধার্য হবে না। ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অথবা তার পরে ইস্যু করা অ্যাড-অন কার্ডে ৪৯৯ + করের জয়েনিং এবং বার্ষিক ফি দিতে হবে। তবে এর আগে ইস্যু করা কার্ডে এটা প্রযোজ্য হবে না।
advertisement
১ ফেব্রুয়ারিতে বাজেট ঘোষণা: ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একাধিক আর্থিক ঘোষণা করা হবে বলে আশা। আর এর প্রভাব পড়বে গ্রাহকের ট্যাক্স, সেভিংস এবং স্কিমের উপর।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
5 Money Changes in February: ফেব্রুয়ারিতে আসছে আর্থিক পরিবর্তন, তালিকায় থাকবে ক্রেডিট কার্ড, সেভিংস অ্যাকাউন্টের নিয়ম, ইউপিআই-এর পরিবর্তন ও আরও নানা কিছু; যা না জেনে রাখলেই নয়
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement