Bandhan Bank: নিট মুনাফায় ৪২ শতাংশ পতন, তবে ১২ শতাংশ বেড়েছে NII, প্রকাশ্যে বন্ধন ব্যাঙ্কের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Bandhan Bank Q3 Results: ৩১ জানুয়ারি ব্যাঙ্কের পেশ করা ত্রৈমাসিক রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। আগের বছর এই সময় ৭৩৩ কোটি টাকার নিট মুনাফা করেছিল বন্ধন ব্যাঙ্ক। তবে আশার কথা হল, নেট ইন্টারেস্ট ইনকাম বা NII ১২ শতাংশ বেড়েছে।
ব্যাপক কমল নিট মুনাফা। ২০২৪-এর অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফা ৪২ শতাংশ কমে ৪২৬ কোটি টাকায় নেমে এল। ৩১ জানুয়ারি ব্যাঙ্কের পেশ করা ত্রৈমাসিক রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। আগের বছর এই সময় ৭৩৩ কোটি টাকার নিট মুনাফা করেছিল বন্ধন ব্যাঙ্ক। তবে আশার কথা হল, নেট ইন্টারেস্ট ইনকাম বা NII ১২ শতাংশ বেড়েছে। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট ইনকাম পৌঁছেছে ২,৮৩০ কোটি টাকায়। যা আগের বছরের এই সময় ২,৫২৫ কোটি টাকা ছিল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
তবে বন্ধন ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে। শুক্রবার বাজার বন্ধের আগে বন্ধন ব্যাঙ্কের শেয়ার ২.১৯ শতাংশ বেড়ে ১৫১.৪৫ টাকা হয়। আগের সেশনে দাম ১৪৮.২০ টাকা ছিল। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল দাম, ২৩২.৫০ টাকায়। তবে গত পাঁচ বছরের নিরিখে বন্ধন ব্যাঙ্কের শেয়ারের দাম ৬৫.৩৭ শতাংশ এবং এক বছরের নিরিখে ৩৪ শতাংশ কমেছে।