Bandhan Bank: নিট মুনাফায় ৪২ শতাংশ পতন, তবে ১২ শতাংশ বেড়েছে NII, প্রকাশ্যে বন্ধন ব্যাঙ্কের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল

Last Updated:
Bandhan Bank Q3 Results: ৩১ জানুয়ারি ব্যাঙ্কের পেশ করা ত্রৈমাসিক রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। আগের বছর এই সময় ৭৩৩ কোটি টাকার নিট মুনাফা করেছিল বন্ধন ব্যাঙ্ক। তবে আশার কথা হল, নেট ইন্টারেস্ট ইনকাম বা NII ১২ শতাংশ বেড়েছে।
1/7
ব্যাপক কমল নিট মুনাফা। ২০২৪-এর অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফা ৪২ শতাংশ কমে ৪২৬ কোটি টাকায় নেমে এল। ৩১ জানুয়ারি ব্যাঙ্কের পেশ করা ত্রৈমাসিক রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। আগের বছর এই সময় ৭৩৩ কোটি টাকার নিট মুনাফা করেছিল বন্ধন ব্যাঙ্ক। তবে আশার কথা হল, নেট ইন্টারেস্ট ইনকাম বা NII ১২ শতাংশ বেড়েছে। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট ইনকাম পৌঁছেছে ২,৮৩০ কোটি টাকায়। যা আগের বছরের এই সময় ২,৫২৫ কোটি টাকা ছিল।
ব্যাপক কমল নিট মুনাফা। ২০২৪-এর অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের নিট মুনাফা ৪২ শতাংশ কমে ৪২৬ কোটি টাকায় নেমে এল। ৩১ জানুয়ারি ব্যাঙ্কের পেশ করা ত্রৈমাসিক রিপোর্ট থেকে এই তথ্য জানা গিয়েছে। আগের বছর এই সময় ৭৩৩ কোটি টাকার নিট মুনাফা করেছিল বন্ধন ব্যাঙ্ক। তবে আশার কথা হল, নেট ইন্টারেস্ট ইনকাম বা NII ১২ শতাংশ বেড়েছে। অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট ইনকাম পৌঁছেছে ২,৮৩০ কোটি টাকায়। যা আগের বছরের এই সময় ২,৫২৫ কোটি টাকা ছিল।
advertisement
2/7
ত্রৈমাসিকে ব্যাঙ্কের পারফরম্যান্স প্রসঙ্গে বলতে গিয়ে বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “তৃতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের ভাল প্রবৃদ্ধি হয়েছে। ঝুঁকি ও নিয়মকানুনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। গ্রাহকদের বিশ্বাস এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমই আমাদের সাফল্যের ভিত্তি।”
ত্রৈমাসিকে ব্যাঙ্কের পারফরম্যান্স প্রসঙ্গে বলতে গিয়ে বন্ধন ব্যাঙ্কের এমডি এবং সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “তৃতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের ভাল প্রবৃদ্ধি হয়েছে। ঝুঁকি ও নিয়মকানুনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। গ্রাহকদের বিশ্বাস এবং কর্মীদের অক্লান্ত পরিশ্রমই আমাদের সাফল্যের ভিত্তি।”
advertisement
3/7
সঙ্গে তিনি যোগ করেন, “ঋণের পরিমাণ বেড়েছে, উন্নতি প্রযুক্তি আনা হয়েছে,আরও কার্যকরি প্রক্রিয়া চালু হয়েছে, টিমকেও শক্তিশালী করা হচ্ছে। সব মিলিয়ে বন্ধন ব্যাঙ্ক এক নতুন পর্যায়ে প্রবেশের জন্য প্রস্তুত, যাকে আমরা বলছি ‘বন্ধন ব্যাঙ্ক ২.০’।”
সঙ্গে তিনি যোগ করেন, “ঋণের পরিমাণ বেড়েছে, উন্নতি প্রযুক্তি আনা হয়েছে,আরও কার্যকরি প্রক্রিয়া চালু হয়েছে, টিমকেও শক্তিশালী করা হচ্ছে। সব মিলিয়ে বন্ধন ব্যাঙ্ক এক নতুন পর্যায়ে প্রবেশের জন্য প্রস্তুত, যাকে আমরা বলছি ‘বন্ধন ব্যাঙ্ক ২.০’।”
advertisement
4/7
তৃতীয় ত্রৈমাসিকে গ্রস এনপিএ দাঁড়িয়েছে ৪.৭ শতাংশ, যা আগের বছর ৭ শতাংশ ছিল। আর নেট এনপিএ কমে ১.৩ শতাংশ হয়েছে। আগের বছরের এই সময় নেট এনপিএ ২.২ শতাংশ ছিল। ব্যাঙ্কের তরফে এই তথ্য জানা গিয়েছে।
তৃতীয় ত্রৈমাসিকে গ্রস এনপিএ দাঁড়িয়েছে ৪.৭ শতাংশ, যা আগের বছর ৭ শতাংশ ছিল। আর নেট এনপিএ কমে ১.৩ শতাংশ হয়েছে। আগের বছরের এই সময় নেট এনপিএ ২.২ শতাংশ ছিল। ব্যাঙ্কের তরফে এই তথ্য জানা গিয়েছে।
advertisement
5/7
নেট ইন্টারেস্ট মার্জিনও কিছুটা কমেছে। NIM-এর পরিমাণ দাঁড়িয়েছে ৬.৯ শতাংশ। যা আগের বছরের এই সময় ৭.২ শতাংশ ছিল। প্রভিশনস বেড়ে ১,৩৭৬ কোটি টাকা হয়েছে, যেখানে আগের বছর ছিল ৬৮৪ কোটি টাকা।
নেট ইন্টারেস্ট মার্জিনও কিছুটা কমেছে। NIM-এর পরিমাণ দাঁড়িয়েছে ৬.৯ শতাংশ। যা আগের বছরের এই সময় ৭.২ শতাংশ ছিল। প্রভিশনস বেড়ে ১,৩৭৬ কোটি টাকা হয়েছে, যেখানে আগের বছর ছিল ৬৮৪ কোটি টাকা।
advertisement
6/7
ব্যাঙ্কের অপারেটিং মুনাফা ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,০২১ কোটি টাকা হয়েছে। যা আগের বছরে ছিল ১,৬৫৫ কোটি টাকা। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রস অ্যাডভান্সেস ১৪ শতাংশ বেড়ে ১.৩২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে,আগের বছর ১.১৬ লক্ষ কোটি টাকা ছিল।
ব্যাঙ্কের অপারেটিং মুনাফা ২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,০২১ কোটি টাকা হয়েছে। যা আগের বছরে ছিল ১,৬৫৫ কোটি টাকা। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত গ্রস অ্যাডভান্সেস ১৪ শতাংশ বেড়ে ১.৩২ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে,আগের বছর ১.১৬ লক্ষ কোটি টাকা ছিল।
advertisement
7/7
তবে বন্ধন ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে। শুক্রবার বাজার বন্ধের আগে বন্ধন ব্যাঙ্কের শেয়ার ২.১৯ শতাংশ বেড়ে ১৫১.৪৫ টাকা হয়। আগের সেশনে দাম ১৪৮.২০ টাকা ছিল। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল দাম, ২৩২.৫০ টাকায়। তবে গত পাঁচ বছরের নিরিখে বন্ধন ব্যাঙ্কের শেয়ারের দাম ৬৫.৩৭ শতাংশ এবং এক বছরের নিরিখে ৩৪ শতাংশ কমেছে।
তবে বন্ধন ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে। শুক্রবার বাজার বন্ধের আগে বন্ধন ব্যাঙ্কের শেয়ার ২.১৯ শতাংশ বেড়ে ১৫১.৪৫ টাকা হয়। আগের সেশনে দাম ১৪৮.২০ টাকা ছিল। ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল দাম, ২৩২.৫০ টাকায়। তবে গত পাঁচ বছরের নিরিখে বন্ধন ব্যাঙ্কের শেয়ারের দাম ৬৫.৩৭ শতাংশ এবং এক বছরের নিরিখে ৩৪ শতাংশ কমেছে।
advertisement
advertisement
advertisement