How To Make Profits: মরশুমি এই চাষে হবে তিন-চার গুণ লাভ! কী করতে হবে জেনে নিন

Last Updated:

How To Make Profits: এই চাষাবাদ করতে বিঘে প্রতি আনুমানিক ৫০০০ থেকে ৭০০০ হাজার টাকা। তবে এর থেকে এক বিঘেতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা উপার্জন করা সম্ভব।

+
ঢেঁড়স

ঢেঁড়স গাছ

কোচবিহার: বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল চাষ করতে দেখা যায় চাষীদের। তবে কোন সময় কোন ফসল চাষ করলে লাভ বেশি থাকবে সেটা নিয়ে চিন্তা থাকে অনেকেরই। বছরের এই বিশেষ মরশুমে ঢেঁড়স চাষ করা ব্যাপক আয়ের মুখ দেখা দেখাতে সক্ষম। স্বল্প খরচে অধিক মুনাফা অর্জনের জন্য এই চাষ করা ভাল। জেলার দক্ষিণ খাঁপাইডাঙা এলাকায় এক কৃষক এমনটাই জানাচ্ছেন। তিনি নিজেও দীর্ঘ সময় ধরে এই চাষ করে অনেকটাই লাভবান হয়েছেন। এই ঢেঁড়স চাষের মাধ্যমে আর্থিক লাভবান হওয়া যায় সহজেই।
ঢেঁড়স চাষী নারায়ণ চন্দ্র বর্মন জানাচ্ছেন, “দীর্ঘ সময় ধরে তিনি এই চাষাবাদের সঙ্গে যুক্ত। বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মরশুমি ফসল চাষ করেন তিনি। তবে এই চাষে অনেকটাই বেশি আয়ের মুখ দেখতে পারেন। এই মরসুমে ঢেঁড়স চাষ অত্যন্ত লাভজনক। পৌষ মাসের শেষের দিক থেকে ঠাণ্ডা কমে আসার সময় এই গাছ লাগানো শুরু করা হয়। এই চাষাবাদ করতে বিঘে প্রতি আনুমানিক ৫০০০ থেকে ৭০০০ হাজার টাকা। তবে এর থেকে এক বিঘেতে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা উপার্জন করা সম্ভব। তবে এই গাছের কিছু রোগ ব্যাধির আক্রমণ দেখতে পাওয়া যায়।”
advertisement
advertisement
কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডঃ সামিমা সুলতানা জানান, “এই চাষ করার আগে জমিকে ভাল মতন তৈরি করতে হয়। এছাড়া ফসল লাগানোর আগে বীজ শোধন করে নেওয়া অত্যন্ত প্রয়োজন।” এছাড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের শস্য সুরক্ষা বিশেষজ্ঞ ডঃ সুরোজ সরকার জানান, “এই গাছে তিন ধরনের রোগ পোকা পাওয়া যায়। ধ্বসা রোগ, ল্যদা পোকা এবং জাব পোকা। এই তিন ধরনের পোকা থেকে গাছকে বাঁচাতে হবে। এজন্য কৃষকেরা ইয়োলো স্টিকি ট্র্যাপ এবং জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন। তবে কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রে গোধূলি বেলায় ব্যবহার করতে হবে।”
advertisement
ঢেঁড়স গাছের একটি গাছ থেকে প্রতিদিনই প্রায় ফল সংগ্রহ করা সম্ভব। এছাড়া ঢেঁড়সের অনেক গুণাবলী রয়েছে। সেই কারণে অনেকেই মরশুমি সবজি ঢেঁড়স খেতেও খুব পছন্দ করে থাকেন। তাই এই ফসলের বাজারে চাহিদা থাকে উর্ধ্বমুখী।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
How To Make Profits: মরশুমি এই চাষে হবে তিন-চার গুণ লাভ! কী করতে হবে জেনে নিন
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement