PM Kisan: আগামী কিস্তির টাকা নিয়ে বড় আপডেট! আজ অ্যাকাউন্টে আসতে পারে টাকা ? জেনে নিন

Last Updated:

অ্যাকাউন্টে কবে আসবে কিস্তির টাকা ? সেই নিয়ে সামনে এল বড় আপডেট ৷

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১২ তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দেশের কোটি কোটি কৃষকরা ৷ তাদের জন্য রয়েছে বড় খবর ৷ গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাকাউন্টে কিস্তির টাকা ট্রান্সফার করে দেবে কেন্দ্র সরকার ৷ কিন্তু এখনও পর্যন্ত দ্বাদশ কিস্তির টাকা পায়নি কৃষকরা ৷ অ্যাকাউন্টে কবে আসবে কিস্তির টাকা ? সেই নিয়ে সামনে এল বড় আপডেট ৷
সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্র সরকার আজ অর্থাৎ ২ অক্টোবর যোজনার টাকা ট্রান্সফার করতে পারে ৷ এদিন মহাত্মা গান্ধি এবং লাল বাহাদুর শাস্ত্রির জন্মদিন ৷ মনে করা হচ্ছে এদিনই দেশের কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে ৷
advertisement
advertisement
কীভাবে দেখবেন আপনার টাকার স্টেটাস-
কেন্দ্র সরকার সুবিধাভোগীদের স্টেটাস দেখার পদ্ধতি বদলে দিয়েছে ৷ আগে কৃষকরা যেখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও আধার কার্ডের সাহায্যে বেনিফিশিয়ারি লিস্ট দেখা যেত এখন সেখানে আধার নম্বর ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এবার থেকে কৃষকরা আধার কার্ড ব্যবহার করে ওয়েবসাইটে সুবিধাভোগীদের স্টেটাস দেখতে পাবেন না ৷
advertisement
অনলাইন কীভাবে রেজিস্ট্রেশন করাবেন ?
এই স্কিমে রেজিস্ট্রেশন করানো অত্যন্ত সহজ ৷ অনলাইন বাড়িতে বসে রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ এছাড়া পঞ্চায়েত সচিব বা স্থানীয় কমন সার্ভিস সেন্টারে গিয়েও যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷ এছাড়া আপনি নিজেও এই যোজনার জন্য রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷
advertisement
রেজিস্ট্রেশন করানোর স্টেপ-বাই-স্টেপ পদ্ধতি -
প্রথমে PM Kisan এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
এবার Farmers Corner এ যেতে হবে
এখানে ‘New Farmer Registration’ বিকল্প সিলেক্ট করতে হবে
এরপর আধার নম্বর দিতে হবে
ক্যাপচা কোড দিয়ে নিজের রাজ্য সিলেক্ট করতে হবে
একটি ফর্মে আপনার সমস্ত তথ্য দিতে হবে
সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এবং চাষের জমি সংক্রান্ত তথ্য দিতে হবে
advertisement
ফর্ম সাবমিট করতেই রেজিস্ট্রেশন হয়ে যাবে
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: আগামী কিস্তির টাকা নিয়ে বড় আপডেট! আজ অ্যাকাউন্টে আসতে পারে টাকা ? জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement