Jio Phone 5G Price: বাজারে আসতে চলেছে সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন, জেনে নিন দাম ও অন্যান্য ফিচার্স
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Jio 5G ফোনে কী কী ফিচার্স থাকতে পারে -
#মুম্বই: ৪জি পরিষেবার সঙ্গে গোটা দেশে টেলিকম বিপ্লব এনেছিল রিলায়েন্স জিও ৷ এবার আরও একধাপ এগিয়ে গেল মুকেশ আম্বানির সংস্থা ৷ দীর্ঘ অপেক্ষার পর এবার ৪জি-র পর আসতে চলেছে ৫জি পরিষেবা ৷ টেলিকম সেক্টরের পাশাপাশি এবার টেক দুনিয়াতেও নিজের এক আলাদা পরিচয় তৈরি করছে রিলায়েন্স ৷ আজ, ষষ্ঠীর দিনই ৫জি প্রযুক্তির সাক্ষী হতে চলেছে দেশ ৷ ভারতে চালু হবে ৫জি পরিষেবা ৷ দিল্লি প্রগতি ময়দানে ৫জি পরিষেবা চালু হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ৷ ইন্ডিয়ান মোবাইল কনফারেন্স বা আইএমসি-র ষষ্ঠ সংস্করণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷এর জেরে এবার সবচেয়ে সস্তায় ৫জি ফোন নিয়ে আসতে চলেছে রিলায়েন্স জিও ৷
জিও ৫জি ফোন হতে চলেছে সবচেয়ে সস্তা!
AGM 2022 রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি জানিয়েছিলেন, Google এর সহযোগিতায় জিও সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন নিয়ে আসতে চলেছে ৷
advertisement
জেনে নিন কত দাম হতে চলেছে Jio Phone 5G ফোনের ?
বেশ কিছুদিন ধরেই Jio Phone 5G ফোনের দাম নিয়ে বিভিন্ন কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ অনুমান করা হচ্ছে, ৫জি ফোনের দাম ৮ থেকে ১২ হাজার টাকার মধ্যে হতে চলেছে ৷ তবে সংস্থার তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ৷
advertisement
Jio 5G ফোনে কী কী ফিচার্স থাকবে
এই জিও ফোনটি 5G Android 11 (Go Edition) এর সঙ্গে পাওয়া যাবে ৷
ডিসপ্লে 6.5 ইঞ্চির হবে যাতে এইচডি ও আইপিএস থাকবে ৷
720×1,600 পিক্সল রেজিলিউশন থাকবে এবং আসপেক্ট রেশিও 20:9 হতে পারে ৷
ফোনে স্ন্যাপড্রাদন 480 প্রসেসর থাকতে পারে ৷
ফোনটি 4GB RAM ও 32GB অনবোর্ড স্টোরেজ হতে পারে ।
advertisement
স্টোরেজ বাড়ানোর জন্য এসডি কার্ড ব্যবহার করা যেতে পারে ৷
ফোনে থাকতে পারে ডুয়াল রিয়ার ক্যামেরা যাতে Autofocus lens ও 13 মেগাপিক্সল প্রাইমারি সেনসর ও 2 মেগাপিক্সল ম্যাক্রো সেনসর থাকবে ৷ ফ্রন্টে 8 মেগাপিক্সল ক্যামেরা হতে পারে ৷ 5000mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2022 12:02 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jio Phone 5G Price: বাজারে আসতে চলেছে সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন, জেনে নিন দাম ও অন্যান্য ফিচার্স