North 24 Parganas News: ক্যাপসিকাম চাষ করেও বিপুল টাকার মালিক হতে পারবেন, জেনে নিন কীভাবে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আতমা প্রকল্পের মাধ্যমে ক্যাপসিকাম চাষে লাভের পথ দেখাচ্ছেন ব্লক কৃষি দফতর।
বসিরহাট: পলিমালচিং পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করে লাভের আশা দেখছেন হাড়োয়ার কৃষকরা। হালকা পলিথিন বস্তু দিয়ে গাছপালার গোড়া, সবজি ক্ষেত ঢেকে দিয়ে বিশেষ পদ্ধতিতে চাষ করাকে বলা হয় পলি মালচিং পদ্ধতি। ক্যাপসিকাম একটি জনপ্রিয় সবজি। ক্যাপসিকামে ভিটামিন এ এবং সি প্রচুর পরিমাণে থাকে। এটি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। বসিরহাট মহাকুমার হাড়োয়ার কৃষকরা পলি মালচিং পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করে লাভের দিশা দেখাচ্ছেন।
advertisement
সাধারণ পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করলে জমিতে রোগ পোকামাকড়ের প্রভাবে ফলন কমের জন্য দিন দিন লাভের পরিমাণ কমে যাচ্ছিল। কিন্তু এবার কৃষকদের পাশে দাঁড়াল হাড়োয়া ব্লক কৃষি দফতর। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া ব্লকের পায়রাগাছা-সহ কয়েকটি গ্রামের কৃষকদের আতমা প্রকল্পের মাধ্যমে ক্যাপসিকাম চাষে লাভের পথ দেখাচ্ছেন ব্লক কৃষি দপ্তর। পলিমন মালচিং পদ্ধতিতে চাষের ফলে আগাছা নাশের জন্য নিড়ানির বড় খরচ থেকে মুক্তি পাওয়া যায়। মাটিতে জল-সংরক্ষণ হওয়ায় সেচের খরচ কম হয়। রোগ-পোকার উপদ্রবও কম থাকে। পাশাপাশি সঠিক পদ্ধতিতে চাষ করলে সাধারন চাষের থেকে লাভ কয়েক গুণ বৃদ্ধি পায়।
advertisement
জুলফিকার মোল্যা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 07, 2023 7:12 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
North 24 Parganas News: ক্যাপসিকাম চাষ করেও বিপুল টাকার মালিক হতে পারবেন, জেনে নিন কীভাবে