Earn Money with Arabian Dates: আরবের খেজুর চাষ হচ্ছে এই জেলাতেই, আর মালমাল হয়ে যাচ্ছেন চাষিরা, পথ দেখালেন হামিদ

Last Updated:

Earn Money with Arabian Dates: আরবের খেজুর চাষে সফল হামিদ, চারা বিক্রি করেও দেখছেন লাভের দিশা

+
ছাদ

ছাদ বাগানে চারা তৈরি

বসিরহাট: আরবের খেজুর চাষে সফল হামিদ , চারা বিক্রি করেও দেখছেন লাভের দিশা। শখের বশে হাজিদের মাধ্যমে সৌদি আরব থেকে খেজুরের বীজ আনিয়েছিলেন। প্রথমাবস্থায় কয়েকটি খেজুর গাছ তৈরি করেছিলেন একসময়। কিন্তু তেমনভাবে খেজুর ফলবে সে আশা করেননি। কয়েকবছর গড়াতেই গাছ জুড়ে থোকা থোকা খেজুর ফলল। সেই থেকে বাণিজ্যিকভাবে খেজুর চাষ।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের সুন্দরবন এলাকার চাষি আব্দুল হামিদ মন্ডল পেশায় মোটর মেকানিক, শখের বশে তৈরি খেজুর গাছগুলিতে ফল আসতেই এলাকায় সাড়া পড়ে যায়।
advertisement
এরপর ফলের পাশাপাশি শুরু করেছে সেই ফল থেকে আবারও বীজ সংগ্রহ করে প্রায় আড়াইশো থেকে ৩০০ গাছ উৎপাদন করেছেন সফল চাষী আব্দুল হামিদ মন্ডল ইতিমধ্যেই এই চারা বিক্রি করার উপযুক্ত হয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গে সৌদি আরবের খেজুরের চাহিদা মেটাতে কার্যকরী ভূমিকা নিতে চায় আবদুল হামিদ মন্ডল।
advertisement
তাঁর দাবি সরকার যদি তার পাশে দাঁড়ায় তাহলে তিনি আগামী দিনে এই খেজুর গাছ খুব অল্প পয়সায় বিক্রি করে সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে চান। আব্দুল হামিদ মন্ডলের এই সফলতা থেকে খুশি স্থানীয় বাসিন্দারাও চরম দারিদ্রতার মধ্য দিয়ে আব্দুল হামিদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ।
Julfikar Molla
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Earn Money with Arabian Dates: আরবের খেজুর চাষ হচ্ছে এই জেলাতেই, আর মালমাল হয়ে যাচ্ছেন চাষিরা, পথ দেখালেন হামিদ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement