Vinesh Phogat: রুপোর মেডেল কি পাবেন ভিনেশ, কোর্ট অফ আর্বিট্রেশন কী জানাল

Last Updated:

Vinesh Phogat: আবারও পিছলো ভিনেশ ফোগটের রায়দান

ভিনেশ ফোগটের রুপো নিয়ে সিদ্ধান্ত রইল ঝুলে
ভিনেশ ফোগটের রুপো নিয়ে সিদ্ধান্ত রইল ঝুলে
সুইৎজারল্যান্ড: কোর্ট অফ আর্বিট্রেশনের অ্যাডহক ডিভিসন নেভিগেশন বিভাগ ভিনেশের আপিলের শুনানি শেষ করতে পারেনি। এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। প্যারিস অলিম্পিক্সে ফাইনালের আগেই অযোগ্য হতে হয়েছিল ভিনেশ ফোগাটকে। এরপরে ভিনেশ রুপোর পদকের জন্য আরবিট্রেশন কোর্টে আবেদন করেছিলেন। প্রাথমিক সিদ্ধান্ত অনুসারে ১৩ অগাস্ট রায়দানের কথা ছিল৷ কিন্তু ফের একবার পিছিয়ে গেল রায়দানের তারিখ৷  এখন এই সিদ্ধান্ত হওয়ার কথা ১৬ অগাস্ট৷
কোর্ট অফ আর্বিটেশন (সিএএস) আরবিট্রেশন (সিএএস) আজ ১৬ আগস্ট পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত করে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “অলিম্পিক গেমসের নিয়মের ১৮ অনুচ্ছেদের অধীনে, কোর্ট অফ আরবিট্রেশন ডিভিশনের চেয়ারম্যান প্যানেলের সিদ্ধান্ত দেওয়ার জন্য ১৬ অগাস্ট সময়সীমা নির্ধারণ করেছেন।
advertisement
advertisement
ফাইনালের আগে, ভারতের ভিনেশ ফোগাট প্যারিস অলিম্পিকে 50 কেজি কুস্তি বিভাগে ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু ম্যাচের আগে যখন তার ওজন করা হয়, তখন তা ১০০ গ্রাম বেশি হয়ে যায়। এরপর তাকে অযোগ্য ঘোষণা করা হয়।সেই কুস্তিগীর যাকে ভিনেশ সেমিফাইনালে পরাজিত করেছিলেন। তাকে ফাইনালে জায়গা দেওয়া হয়। তবে ফাইনালে হেরে যান তিনি। স্বর্ণপদক জিতেছিল আমেরিকা। অযোগ্য ঘোষণার পর, ভিনেশ কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)-এ আবেদন করেছিলেন।
advertisement
তৃতীয়বার ধাক্কা  ভিনেশের
ভিনেশ শুধু প্যারিস অলিম্পিকেই নয়। আসলে এর আগেও দুবার ধাক্কা খেয়েছে। ২০১৬ রিও গেমসে ভিনেশের অলিম্পিকে অভিষেক হয়েছিল।২০১৬ রিও অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে হাঁটুতে চোটের কারণে তার পদকের আশা ভেস্তে যায়। এর পরে, তিনি ২০২০ সালে টোকিও অলিম্পিকের ৫৩ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন এবং এখন ২০২৪ সালে তিনি অতিরিক্ত ওজনের কারণে বাইরে রয়েছেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Vinesh Phogat: রুপোর মেডেল কি পাবেন ভিনেশ, কোর্ট অফ আর্বিট্রেশন কী জানাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement