Donald Trump tariff on India: ভারতের উপর এত রাগ ট্রাম্পের! শুল্ক চাপিয়ে বিরাট ধাক্কা, রাত পোহালেই টান পড়বে ভারতীয়দের পকেটে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Donald Trump tariff on India: ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে অবশেষে আঘাত আনলেন ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যম ট্রুথে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারতীয় পণ্যের ২৫ শতাংশ কর চাপানোর কথা।
ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে অবশেষে আঘাত আনলেন ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যম ট্রুথে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারতীয় পণ্যের ২৫ শতাংশ কর চাপানোর কথা। সেই সঙ্গে জরিমানার কথাও জানিয়েছেন। ১ অগাস্ট থেকে এই নির্দেশ কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
ভারতীয় পণ্যের সবচেয়ে বড় ক্রেতা হল আমেরিকা। প্রতি বছর পোশাক, রত্ন, গাড়ির যন্ত্রাংশ, তথ্যপ্রযুক্তি এবং ওষুধ রফতানি করা হয় আমেরিকায়। কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় পণ্যের দাম বাড়বে আমেরিকায়, বিক্রিতে প্রভাব পড়তে পারে।
advertisement
advertisement
ডলারের সাপেক্ষে ইতিমধ্যেই কমেছে টাকার দাম, ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে টাকা আরও পতনের মুখে পড়তে পারে। সেই সঙ্গে বৃহস্পতিবার বড় ধাক্কা খেতে পারে ভারতের শেয়ার বাজার। মার্কিন বিনিয়োগকারীরা বিপুল শেয়ার বেচে দিতে পারেন। এর জেরে রাত পোহালেই বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারেন ভারতীয় বিনিয়োগকারীরা।
advertisement
ভারতের উপর ট্রাম্পের খাপ্পা হওয়ার একাধিক কারণ রয়েছে। যার মধ্যে একটি যদি হয় ভারতে আমদানি করা মার্কিন পণ্যের উচ্চ কর, অন্য কারণ অবশ্যই রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম কেনা। ট্রাম্পের এই শুল্ক চাপানোয় কী প্রতিক্রিয়া দেয় ভারত সেটাই দেখার।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 30, 2025 8:37 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Donald Trump tariff on India: ভারতের উপর এত রাগ ট্রাম্পের! শুল্ক চাপিয়ে বিরাট ধাক্কা, রাত পোহালেই টান পড়বে ভারতীয়দের পকেটে