Durga Puja 2025 : মধ্যগগনে মহোৎসব। প্রাণের পুজোর মহাষ্টমী।শক্তি আরাধার পুণ্যতিথি। শাস্ত্রমতে পুষ্পাঞ্জলি-আরতির পর কুমারী পুজো। বেলা গড়ালেই সন্ধিক্ষণ। জমজমাট শহর থেকে জেলা। বারোয়ারি থেকে বনেদিবাড়ি। থিম-সাবেকিয়ানার যুগলবন্দিতে শারদীয়ার বাংলায় এখন ঠাকুরতলায় ভিড় জমেছে।
Last Updated: September 30, 2025, 10:41 IST