Durga Puja 2025 | মঠ-মন্দিরে রীতির বন্দনা। শাস্ত্র মেনেই বেলুড়ে মহাষ্টমীর মহাপুজো। বার ১২৫তম বর্ষ। ঐতিহ্য মেনে বিশুদ্ধ পঞ্জিকা মতে পুজো শুরু হয়েছে বেলুড় মঠে। নির্ঘণ্ট অনুযায়ী ভোর ৫.৪০ মিনিটে পূজারম্ভ। সকাল ৯টায় কুমারী পুজো এবং সন্ধ্যা ৫.৪৩ মিনিট থেকে ৬.৩১ মিনিট পর্যন্ত চলবে সন্ধিপুজো। স্বামী বিবেকানন্দ এই কুমারী পুজো শুরু করেছিলেন। সেই থেকেই বেলুড়ে এই পুজো চলে আসছে কালের নিয়মে। শিশু কন্যাকে কুমারী হিসেবে পুজো করা হয়। সেই রীতি এখনও একইভাবে চলছে৷১৯০১ সালে মা সারদা দেবীর উপস্থিতিতে কুমারী পুজোর আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দ নয় জন বালিকাকে কুমারী হিসেবে পুজো করেছিলেন। বেলুড় মঠের কুমারী পুজো দেখার জন্য শুধু এই রাজ্যের নয়, বিদেশ থেকেও বহু মানুষের সমাগম হয়।
Last Updated: September 30, 2025, 10:47 IST