#নয়াদিল্লি: আধার কার্ড সংক্রান্ত বড় ঘোষণা করল UIDAI ৷ আপনি যদি আধার কার্ড DOB অর্থাৎ জন্ম তারিখ বা বাড়ির ঠিকানা বদলাতে চান তাহলে আপনার জন্য রয়েছে জরুরি তথ্য ৷ ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে পাসপোর্ট সমস্ত কিছু জন্য এখন আধার কার্ডের দরকার পড়ে ৷ সে ক্ষেত্রে জন্মতারিখ বা বাড়ির ঠিকানা ভুল থাকলে সমস্যায় পড়তে হতে পারে ৷ তাই আধার কার্ডে কোনও ভুল তথ্য থাকলে দেরি না করে সেগুলি বদলে ফেলুন ৷ দেখে নিন জন্মতারিখ বদলানোর জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে ৷
#DocumentsForAadhaarDoB (Date of Birth) Proof is the document that has your date of birth. You can use this document for updating your Date of Birth in your Aadhaar. Follow the link to see all the DoB Proof documents accepted by UIDAI https://t.co/BeqUA07J2b pic.twitter.com/mGSPzF3Too
— Aadhaar (@UIDAI) October 27, 2020
ট্যুইটে UIDAI-র তরফে জানানো হয়েছে জন্মতারিখ বদলাতে বেশ কয়েকটি ডকুমেন্টের দরকার পড়বে ৷ Proof Of Identity হিসেবে UIDAI ৩২টি ডকুমেন্ট বৈধ হিসেবে মেনে নেয় ৷ Proof Of relationship এর জন্য ১৪টি ডকুমেন্ট, DOB-র জন্য ১৫টি, Proof of Address (PoA) এর জন্য ৪৫টি ৷ দেখে নিন ডকুমেন্টের লিস্ট-
DOB Documents১. বার্থ সার্টিফিকেট২. পাসপোর্ট৩. প্যান কার্ড৪. মার্কশিট৫. SSLC বুক/ সার্টিফিকেট
Proof Of Identity (PoI)১. পাসপোর্ট২. প্যান কার্ড৩. রেশন কার্ড৪. ভোটার আইডি৫. ড্রাইভিং লাইসেন্স
Proof of Address (PoA)১. পাসপোর্ট২. ব্যাঙ্ক স্টেটমেন্ট৩. পাসবুক৪. রেশন কার্ড৫. পোস্ট অফিস অ্যাকাউন্ট স্টেটমেন্ট৬. ভোটার আইডি৭. ড্রাইভিং লাইসেন্স৮. বিদ্যুতের বিল৯. জলের বিল