আপনার কাছে আছে এই কার্ড? সরকার কী কী সুবিধা দেবে জানুন
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
সয়েল হেলথ কার্ড এর মাধ্যমে মাটি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন কৃষকরা।
উত্তর দিনাজপুর: আপনি কি একজন কৃষক? আপনার কাছে আছে তো এই কার্ড? নইলে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থাকবেন আপনি।
দেশের অর্থনীতির একটা বড় অংশ কৃষি ক্ষেত্রের অবদান রয়েছে। কৃষির আধুনিকরণ এবং উন্নয়নের জন্য ২০১৫ সালে রাজস্থানের সুরাটে সয়েল হেলথ কার্ড চালু করেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। এই সয়েল হেল্থ কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি রাজ্যের কৃষকরা মাটির স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন।
এই রিপোর্টে মাটির নাইট্রোজেন ,ফসফরাস, পটাশিয়াম ,আয়রন-সহ বিভিন্ন রাসায়নিক ও ক্ষণিজ পদার্থের সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। শুধু তাই নয়, এই কার্ডের মাধ্যমে একজন কৃষক তাঁর জমির মাটিতে পুষ্টিগত অবস্থা সম্পর্কে জানতে পারবেন এবং প্রয়োজনীয় রাসায়নিক প্রদান সম্পর্কে ওয়াকিবহাল হবেন।
advertisement
advertisement
দেশের সমস্ত কৃষককে ইতিমধ্যেই এই প্রকল্পের আওতাধীন করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। প্রতিটি কৃষি খামার প্রতি তিন বছর অন্তর অন্তর একটি করে সয়েল হেলথ কার্ড পাবে। মাটির প্রকৃতি পরিবর্তন হলেও কৃষকদের আর উদ্বিগ্ন হওয়ার কারণ নেই কারণ তারা প্রতিমুহূর্তে মাটির আপডেট পেতেই থাকবেন।
advertisement
সয়েল হেলথ কার্ড এর মাধ্যমে মাটি সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন কৃষকরা। শুধু তাই নয় কোন মরশুমে কোন ফসলের চাষ করতে হবে তা নিয়ে তারা সচেতন হবেন। সেই অনুযায়ী সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে উত্তর দিনাজপুর জেলাতেও বিভিন্ন ব্লকে দেখা যাচ্ছে মাটি পরীক্ষা করার মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত ফসল এখন আগের চেয়ে দ্বিগুণভাবে পাচ্ছে তাদের জমি থেকে।
advertisement
কৃষকরা জানান আগে তারা মাটি পরীক্ষা না করে চাষ করার ফলে তাদের ফসলের গুণগত মান যেমন খারাপ হত তেমনি ফসলও তেমন ভাবে উৎপন্ন হতো না। আর এখন তারা সরকারিভাবে মাটি পরীক্ষা করার পর তারা তাদের জমিতে কোন রাসায়নিক সার কতটা পরিমাণে দেবেন তা সেই সয়েল হেলথ কার্ড এর মাধ্যমে জানতে পারছেন। ফলে এখন তাদের দ্বিগুণ লাভ হচ্ছে ।
advertisement
ইটাহার ব্লক কৃষি আধিকারিক গৌরব সাহা জানান এখন চাষের পদ্ধতি এবং প্রকৃতি আগের থেকে অনেকটাই পাল্টে গিয়েছে। আগে কৃষকরা তারা না জেনেই চাষাবাদ করতো তাদের জমিতে। এখন সরকারি পর্যায়ে সয়েল হেলথ কার্ডের মাধ্যমে তাদের মাটি পরীক্ষা করার পর তারা চাষাবাদ শুরু করেছে। এই মৃত্তিকা স্বাস্থ্য কার্ড প্রকল্পের জন্য একজন কৃষককে আধার কার্ড, ঠিকানা প্রমাণ, পাসবুকের কপি এবং ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ফর্মটির প্রয়োজন পড়বে।
advertisement
তারপর এই সমস্ত নথি আপনি আপনার পার্শ্ববর্তী বিডিও অফিস কিংবা কিষাণ মান্ডিতে জমা দিতে পারবেন। আপনার জমা করা নথির ভিত্তিতে আপনার জমির মাটি পরীক্ষা করে আপনাকে সয়েল হেলথ কার্ড প্রদান করা হবে।
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2024 7:43 PM IST

 
              