Money Making Tips: এই গাছ থেকে সহজেই লাখপতি হওয়া যাবে ! আপনার বাড়িতে আছে ?
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Money Making Tips: গাছ বসিয়ে শুধু পরিবেশ রক্ষা নয়। একবার গাছ লাগিয়ে লাভবান হওয়া যেতে পারে।
পরিবেশ রক্ষা করে মোটা অর্থ লাভের পথ দেখাচ্ছেন হাওড়ার ব্যবসায়ী! জেলায় সুপ্রতিষ্ঠিত একজন মানুষ। সারা বাংলার মধ্যে একজন সফলতম ব্যবসায়ী হাওড়ার হরেন পাত্র। ব্যবসায় সফলতা। কঠোর পরিশ্রম এবং কাজের প্রতি মনোযোগ সফলতার শিকড়ে পৌঁছে দিয়েছে। প্রচুর সুনাম ও অর্থ-সম্পদ অর্জন করলেও খুব সাদামাটা জীবন যাপনে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
advertisement
ব্যবসায় চরম ব্যস্ততার মাঝেই দু হাত ধরে মানুষকে সহযোগিতা করেন বিপদে মানুষের পাশে থাকতে পছন্দ করেন। বিপদগ্রস্ত মানুষের পাশে তিনি সশরীরে হাজির হন এমন ঘটনা বহুবার দেখা গেছে। এলাকা প্লাবিত হওয়া থেকে মানুষকে রক্ষা, করোনা সময় নানা ভাবে মানুষকে সহযোগিতা করা। আবার কন্যাদানে দরিদ্র পরিবারের পাশে থেকেছেন তিনি।
advertisement
advertisement
advertisement
advertisement
লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া যেতে পারে।এবার তিনি ১ লক্ষ ১০ হাজার গাছ দানের উদ্যোগ নিয়েছেন। সেই কাজ প্রায় শেষের পথে। পরিবেশ ও পশু পাখির কথা ভেবে পেয়ারা আমের মত ফলের গাছ। গাছের সঙ্গে দামি চারা গাছ দেবার উদ্যোগ নেন। তাতেই চারা গাছ নিতে দারুন আগ্রহ মানুষের। সুদূর মেদিনীপুর থেকে লাল চন্দন সাল সেগুন সহ বিভিন্ন চারা গাছ আমদানি করেন।
advertisement
advertisement
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও বৃক্ষ দান কর্মসূচি সারা বিশ্বজুড়ে অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে হাওড়ার অভিনব উদ্যোগে মানুষকে গাছ বসাতে উৎসাহিত করছেন হরেন বাবু। গাছ যত্ন করে লাগালেও সেই গাছে পরিচর্যার অভাব দেখা যায় অধিকাংশ সময়। সেই দিক গুরুত্ব রেখে। চারা গাছের প্রতি মানুষের কাছে গুরুত্ব বৃদ্ধি করতে মানুষের হাতে মূল্যবান গাছের চারা তুলে দিচ্ছেন ব্যবসায়ী। এতে তিনি সুফল পাবেন বলেই আশাবাদী। ইতিমধ্যেই এই কাজের দারুন প্রশংসা ও পেয়েছেন।

