PPF, NPS, SSY অ্যাকাউন্ট রয়েছে? তা-হলে ৩১ মার্চের মধ্যে সেরে ফেলতে হবে এই জরুরি কাজটা!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
দেখে নেওয়া যায়, এই তিন ধরনের স্কিমের ক্ষেত্রে অ্যাকাউন্টে বার্ষিক ন্যূনতম কত টাকা বিনিয়োগ করা যাবে।
কলকাতা: মার্চ মাসটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হবে ট্যাক্স সেভিং সিজনও। ফলে যাঁরা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস) অথবা সুকন্যা সমৃদ্ধি যোজনা (এসএসওয়াই)-এর মতো স্কিমে বিনিয়োগ করেন, তাঁদের এই মাসটা শেষ হওয়ার আগে একটা জরুরি কাজ সেরে ফেলতে হবে। সবার আগে দেখে নিতে হবে, অ্যাকাউন্টে সর্বনিম্ন পরিমাণ অর্থ জমা করা হয়েছে কি না।
আসলে একটি গোটা অর্থবর্ষে যদি ন্যূনতম পরিমাণ অর্থ জমা না-করা হয়, তা-হলে পিপিএফ, এনপিএস এবং এসএসওয়াই-এর মতো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। পরে যদিও এই স্মল সেভিং স্কিম অ্যাকাউন্ট পুনরায় খোলা যায়, তবে সে-ক্ষেত্রে জরিমানা প্রদান করতে হবে। দেখে নেওয়া যায়, এই তিন ধরনের স্কিমের ক্ষেত্রে অ্যাকাউন্টে বার্ষিক ন্যূনতম কত টাকা বিনিয়োগ করা যাবে।
advertisement
advertisement
পিপিএফ অ্যাকাউন্ট:
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী, একটি গোটা অর্থবর্ষে প্রত্যেক গ্রাহকের ন্যূনতম ৫০০ টাকা এই অ্যাকাউন্টে রাখা উচিত। এতে পিপিএফ অ্যাকাউন্ট সক্রিয় থাকবে। অর্থাৎ এই পরিমাণ টাকা বছরে না-রাখা হলে পিপিএফ অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। তবে এই অ্যাকাউন্ট পুনরায় খোলা সম্ভব। তার জন্য জরিমানা স্বরূপ ৫০ টাকা প্রদান করতে হবে।
advertisement
এনপিএস অ্যাকাউন্ট:
এনপিএস-এর নিয়ম অনুযায়ী, টিয়ার-১ এনপিএস অ্যাকাউন্টে বিনিয়োগকারীকে একটি গোটা অর্থবর্ষে ন্যূনতম ১০০০ টাকা জমা করতেই হবে। তবে এনপিএস-এর টিয়ার-২ অ্যাকাউন্টের ক্ষেত্রে মিনিমাম ডিপোজিট সংক্রান্ত নিয়ম প্রযোজ্য হয় না। টিয়ার-১ এনপিএস অ্যাকাউন্টে যদি একটা আর্থিক বছরে ন্যূনতম পরিমাণ অর্থ জমা করা না-হয়, তা-হলে তা বন্ধ হয়ে যাবে। যদিও আবার তা খোলা সম্ভব। সে-ক্ষেত্রে ওই ন্যূনতম পরিমাণ অর্থাৎ ১০০০ টাকা জমা করতে হবে এবং জরিমানা স্বরূপ ১০০ টাকা প্রদান করতে হবে।
advertisement
এসএসওয়াই অ্যাকাউন্ট:
এসএসওয়াই অ্যাকাউন্টে একটা গোটা আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতেই হবে। আর না-করলে অ্যাকাউন্টটা অচল হয়ে যাবে। তবে এই অ্যাকাউন্ট পুনরায় খোলা যাবে। সে-ক্ষেত্রে বার্ষিক ন্যূনতম পরিমাণ অর্থ অর্থাৎ ২৫০ টাকা জমা করতে হবে এবং জরিমানা স্বরূপ ৫০ টাকা প্রদান করতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 7:10 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PPF, NPS, SSY অ্যাকাউন্ট রয়েছে? তা-হলে ৩১ মার্চের মধ্যে সেরে ফেলতে হবে এই জরুরি কাজটা!