ফের আলোচনায় পুরনো পেনশন প্রকল্প, জেনে নিন কী কী সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা!

Last Updated:

পুরনো এবং নতুন পেনশন প্রকল্পের মধ্যে পার্থক্য:

#নয়াদিল্লি: ফের সংবাদ শিরোনামে পুরনো পেনশন প্রকল্প। ইতিমধ্যেই রাজস্থান, ঝাড়খণ্ড এবং হিমাচল প্রদেশে পুরনো পেনশন স্কিম চালু করার কথা ঘোষণা করেছে সে রাজ্যের সরকার। ছত্তিসগঢ়ের এই নিয়ে আলোচনা চলছে। এমনটা হলে, ২০০৪ সালের ১ জানুয়ারি বা তারপর সরকারি চাকরিতে যোগ দেওয়া প্রায় ৩ লক্ষাধিক কর্মচারি পুরনো পেনশন প্রকল্পের আওতায় আসবেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পুরনো পেনশন প্রকল্প চালুর দাবিতে আন্দোলন করছিলেন সরকারি কর্মচারিরা।
২০০৪ সালে ন্যাশনাল পেনশন স্কিম (এনপিএস) চালু করেছে কেন্দ্রীয় সরকার। যাঁরা ২০০৪ সালের ১ জানুয়ারি বা তারপর চাকরি শুরু করেছেন, তাঁরা নয়া পেনশন কাঠামোর আওতায় পড়েন। এনপিএসের আওতায় প্রত্যেক সরকারি কর্মচারীকে একটি 'পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নম্বর' দেওয়া হয়। বাধ্যতামূলকভাবে বেতনের ১০ শতাংশ অর্থ দিতে হয় তাঁদের। সেইসঙ্গে সরকারও অর্থ প্রদান করে। আগে যা ছিল ১০ শতাংশ। ২০১৯ সালে বাড়িয়ে ১৪ শতাংশ করা হয়েছে।
advertisement
advertisement
অবসরের পর সেই জমানো অর্থের ৬০ শতাংশ একলপ্তে তুলতে পারবেন কর্মচারীরা। পাশাপাশি সরকারি কর্তৃপক্ষের নিয়ন্ত্রিত এবং নথিভুক্ত বিমা সংস্থা থেকে অ্যানুইটি কেনার জন্য তাঁকে কমপক্ষে ৪০ শতাংশ অর্থ বিনিয়োগ করতে হয়। সেই অ্যানুইটির উপর যে সুদ পাওয়া যায়, তাই মাসিক পেনশন হিসেবে পাবেন অবসরপ্রাপ্ত কর্মীরা। অর্থাৎ নয়া পেনশন প্রকল্প বাজার নির্ভর।
advertisement
কত টাকা জমানো হয়েছে, কত বছরে চাকরিতে যোগ দিয়েছেন, কী ধরনের বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগ থেকে কত আয় হয়েছে - এই সমস্ত বিষয়গুলির উপর নয়া পেনশন প্রকল্প নির্ভর করে। সেখানে পুরনো ব্যবস্থায় শেষ পাওয়া বেতনের ৫০ শতাংশ পেনশন পাওয়া যায়। যা নির্ধারিত ছিল। সেইসঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা আছে। ফলে চাকরিজীবীদের একাংশের বক্তব্য, পুরনো পেনশন প্রকল্পে কোনও ঝুঁকি নেই। নয়া পেনশন প্রকল্পে ঝুঁকি আছে।
advertisement
পুরনো এবং নতুন পেনশন প্রকল্পের মধ্যে পার্থক্য:
পুরনো পেনশন প্রকল্প -
১। জিপিএফ সুবিধা
২। পেনশনের জন্য বেতন থেকে কোনো টাকা কাটা হয় না।
৩। অবসরের সময় নির্দিষ্ট পেনশন অর্থাৎ শেষ বেতনের ৫০ শতাংশ পেনশন পাওয়া যায়।
advertisement
৪। পুরো পেনশন সরকার দেয়।
৫। চাকরিকালে মৃত্যু হলে আশ্রিত ব্যক্তি পারিবারিক পেনশন ও চাকরি পান।
নতুন পেনশন প্রকল্প –
১। প্রতি মাসে বেতন থেকে কেটে নেওয়া হয় ১০ শতাংশ।
২। স্থায়ী পেনশন নিশ্চিত করা হয় না। এটা সম্পূর্ণ নির্ভর করবে শেয়ারবাজার ও বিমা কোম্পানিগুলোর উপর।
৩। নতুন পেনশন বিমা কোম্পানি দেবে। কোনও সমস্যা হলে বিমা কোম্পানির সঙ্গে লড়াই করতে হবে।
advertisement
৪। মূল্যস্ফীতি ও বেতন কমিশনের সুবিধা পাওয়া যাবে না।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ফের আলোচনায় পুরনো পেনশন প্রকল্প, জেনে নিন কী কী সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement