#নয়াদিল্লি: দেশের বিশ্বাসযোগ্য বিমা সংস্থা বলতেই সবার আগে মাথায় আসে এলআইসি-র নাম। মূল্যবৃদ্ধির বাজের সকলেই আপ্রাণ চেষ্টা করছেন আয়ের কিছু টাকা জমানোর। কিন্তু কোন টাকা কোন খাতে জমালে সেখান থেকে ভবিষ্যতে সুরক্ষা মিলবে এটাই সবথেকে বড় বিষয়।
ভারতে অনেক বড় বড় বিমা কোম্পানি রয়েছে। কিন্তু আজও দেশের সাধারণ মানুষ সবচেয়ে বেশি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার পলিসি-ই বেছে নেন। এর সবচেয়ে বড় কারণ হল, নিরাপত্তা। এলআইসি-তে টাকা হারানোর ঝুঁকি নেই বললেই চলে। তাছাড়া সঠিক পলিসি নির্বাচন করলে চমৎকার রিটার্নও পাওয়া যায়। এলআইসি-র ‘নিউ জীবন মঙ্গল পলিসি তেমনই একটি পলিসি।
আরও পড়ুন: রেজিস্ট্রেশনের নিয়মে বড় বদল, এই ডকুমেন্ট ছাড়া মিলবে না কোনও টাকা
এই পলিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রিমিয়াম হিসেবে মাত্র ৬০ টাকা দিতে হয়। বিষয়টি শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি। ম্যাচিউরিটির সময় পলিসি হোল্ডার টাকা পাবেন এবং মৃত্যুর পর নমিনির যত টাকার পলিসি করানো থাকবে ততটাই টাকা ফেরত পাওয়া যাবে। পলিসিধারীর আকস্মিক মৃত্যু হলে পরিবারকে বিমার টাকা দেওয়া হয়।
নিউজ জীবন মঙ্গল পলিসিতে বেশি কভার মিলবে: নিয়মিত প্রিমিয়াম পলিসি নেওয়ার পরে, বিমাকৃত ব্যক্তির আকস্মিক মৃত্যু হলে, তাঁর পরিবার প্রদত্ত প্রিমিয়ামের ৭ গুণ বা ১০৫ শতাংশ পর্যন্ত টাকা ফেরত পাবেন। একই সময়ে, একক প্রিমিয়াম বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে, প্রিমিয়ামের পরিমাণের ১২৫ শতাংশ পর্যন্ত অর্থ ফেরত পাওয়া যাবে।
আরও পড়ুন: এবার আপনার শহরে বদলাল পেট্রোল-ডিজেলের দাম ? জেনে নিন কত হল
কর ছাড়ের সুবিধা মিলবে: এই স্কিমে বিনিয়োগ করলে কর ছাড়ও পাওয়া যায়। আয়করের ধারা ৮০সি-এর অধীনে এই ছাড় পাওয়া যাবে। এর সঙ্গে, মেয়াদপূর্তিতে প্রাপ্ত প্রিমিয়াম পরিমাণের উপরও কোন কর কাটা হবে না। এই পরিকল্পনায় পলিসিধারকদের বার্ষিক, অর্ধবার্ষিক, ত্রৈমাসিক এবং মাসিক ভিত্তিতে প্রিমিয়াম দেওয়ার সুবিধা রয়েছে। এই পলিসিতে বাজারে ঝুঁকির কোনও ভয় নেই। শেয়ার বাজারের ওঠা নামার সঙ্গে এই পলিসির প্রভাবিত হওয়ার সুযোগও নেই।
আরও পড়ুন: IOC-এই দেশ থেকে বাম্পার ছাড়ে অপরিশোধিত তেল কিনেছে, পেট্রোল-ডিজেল এবার সস্তা?
পলিসি করার বয়সসীমা: এই পলিসি করতে চাইলে ন্যূনতম বয়স ১৮ বছর হতেই হবে। সর্বোচ্চ বয়স ৫৫ বছর। বিমাকৃত ব্যক্তির ৬৫ বছর হলে পলিসি ম্যচিওর করে। এই পলিসিতে, বিমাকৃত ব্যক্তি সর্বনিম্ন ১০ হাজার এবং সর্বোচ্চ ৫০ হাজার টাকা নিশ্চিত করে। বিনিয়োগকারী যদি নিয়মিত প্রিমিয়াম পলিসি বেছে নিয়ে ১০ বছরের জন্য ২০ হাজার টাকার বিমা পলিসি নিয়ে থাকেন, তাহলে বিনিয়োগকারীকে ১,১৯১ টাকার বার্ষিক প্রিমিয়াম দিতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jeevan Mangal LIC, LIC policy