LIC IPO: এলআইসি আইপিও-র শেয়ার বরাদ্দ চূড়ান্ত, আপনি কি পেয়েছেন? দৌড়ঝাঁপ না করে ঘরে বসে দেখুন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
LIC IPO: পলিসি হোল্ডাররা শেয়ার প্রতি ৬০ টাকা এবং খুচরো বিনিয়োগকারী এবং এলআইসি কর্মীরা শেয়ার প্রতি ৪৫ টাকা ছাড় পাবেন।
#নয়াদিল্লি: ৪ মে বাজারে এসেছে আলআইসি-র আইপিও। ৯ মে পর্যন্ত ছিল শেয়ার কেনার সুযোগ। তারপরই আইপিও বন্ধ হয়ে গিয়েছে। ১২ মে শেয়ার বরাদ্দ চূড়ান্ত করেছে এলআইসি। প্রসঙ্গত, এলআইসি-র ২০,৫৫৭ কোটি টাকার আইপিও প্রতি ইকুইটি শেয়ার ৯০২ থেকে ৯৪৯ টাকার মধ্যে বিক্রি হয়েছে। পলিসি হোল্ডাররা শেয়ার প্রতি ৬০ টাকা এবং খুচরো বিনিয়োগকারী এবং এলআইসি কর্মীরা শেয়ার প্রতি ৪৫ টাকা ছাড় পাবেন।
জানা গিয়েছে প্রায় ২.৯৫ গুণ বেশি সাবস্ক্রাইব হয়েছে এলআইসি-র আইপিও। এর মধ্যে পলিসি হোল্ডার এবং কর্মীদের রিজার্ভ ক্যাটেগরিতে যথাক্রমে ৬.১২ গুণ এবং ৪.৪ গুণ সাবস্ক্রাইব করা হয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশে ২.৮৩ গুণ, অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ২.৯১ গুণ এবং খুচরো বিনিয়োগকারীদের ১.৯৯ গুণ সাবস্ক্রাইব হয়েছে বলে জানা গিয়েছে। যে সব বিনিয়োগকারীরা এলআইসি-র আইপিও-র জন্য বিড করেছিলেন তাঁরা বিএসই ওয়েবসাইট কিংবা কেফিন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের ওয়েবসাইটে গিয়ে ‘অ্যালটমেন্ট স্ট্যাটাস’ দেখতে পারবেন।
advertisement
advertisement
কেফিন টেকনোলজিসের ওয়েবসাইটে এলআইসি আইপিও-র বরাদ্দের স্ট্যাটাস দেখতে হলে: এলআইসি আইপিও-র রেজিস্ট্রার কোম্পানি হল কেফিন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। এখন বিনিয়োগকারী আইপিও পেয়েছেন কিনা তা কোম্পানির সাইটে গিয়ে দেখে নিতে পারেন।
১। প্রথমে কোম্পানির সাইট https://kcas.kfintech.com/iposstatus -এ প্রবেশ করতে হবে।
advertisement
২। এরপর এলআইসি আইপিও ট্যাবে ক্লিক করতে হবে। সাইটেই এটা আলাদাভাবে পাওয়া যাবে।
৩। এবার তিনটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে হবে। অর্থাৎ, বিনিয়োগকারী তাঁর আবেদন নম্বর, ক্লায়েন্ট আইডি বা প্যান আইডির যে কোনও একটি বেছে নিয়ে বক্সে লিখতে হবে।
৪। আবেদনের ধরন নির্বাচন করতে হবে। দুটি অপশন থাকবে এএসবিএ এবং নন-এএসবিএ।
advertisement
৫। এবার বিনিয়োগকারীকে সম্পূর্ণ বিবরণ পূরণ করতে হবে।
৬। এরপর বলা হবে ক্যাপচা দিতে। তারপর ‘সাবমিট’ অপশনে ক্লিক করতে হবে।
এনএসই-তে এলআইসি বরাদ্দের স্ট্যাটাস দেখতে হলে:
১। প্রথমে এনএসই-র অফিসিয়াল ওয়েবসাইট https://www.nseindia.com/ -এ প্রবেশ করতে হবে।
২। এবার ইক্যুইটি অপশনে গিয়ে ড্রপ ডাউন মেনু থেকে ‘এলআইসি আইপিও’ সিলেক্ট করতে হবে।
advertisement
৩। আবেদনকারীকে নিজস্ব বিবরণ এবং প্যান কার্ড নম্বর লিখতে হবে।
৪। এবার ‘আই অ্যাম নট আ রোবট’ ভেরিফিকেশন করিয়ে অ্যালটমেন্ট স্ট্যাটাস দেখা যাবে।
বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে এলআইসি আইপিও-র অ্যালটমেন্ট স্ট্যাটাস দেখতে চাইলে https://www.bseindia.com/ ওয়েবসাইটে প্রবেশ করে একই পদ্ধতি অনুসরণ করতে হবে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2022 12:40 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC IPO: এলআইসি আইপিও-র শেয়ার বরাদ্দ চূড়ান্ত, আপনি কি পেয়েছেন? দৌড়ঝাঁপ না করে ঘরে বসে দেখুন!