GDP Growth: মুদ্রাস্ফীতিতে জেরবার অর্থনীতি! ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আরও কমাল মরগান স্ট্যানলি!

Last Updated:

GDP Growth: পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ অর্থবর্ষে ভারতের ডিডিপি বৃদ্ধির হার ৩০ বেসিস পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমবে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#নয়াদিল্লি: কোভিড ছোবল বসিয়েছিল আগেই। তার দোসর হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দুইয়ের সাঁড়াশি আক্রমণে নাকানিচোবানি খাচ্ছে ভারতীয় অর্থনীতি। ২০২৩ অর্থবর্ষেও তার ঘুড়ে দাঁড়ানোর সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। উপরন্তু জিডিপি বৃদ্ধির হার আরও কমবে। এমনই ভবিষ্যদ্বাণী করল শীর্ষস্থানীয় ব্রোকারেজ ফার্ম মরগান স্ট্যানলি। তাদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ অর্থবর্ষে ভারতের ডিডিপি বৃদ্ধির হার ৩০ বেসিস পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমবে। এর আগে তারা ২০২৩-এ ৭.৬ শতাংশ এবং ২০২৪-এ ৬.৭ শতাংশ হারে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।
সম্প্রতি মানিকন্ট্রোল একটি প্রতিবেদনে উল্লেখ করেছিল, বৈশ্বিক মন্দা, তেলের দাম বৃদ্ধি এবং দুর্বল অভ্যন্তরীণ চাহিদার কারণে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি বেশ কিছু সমস্যার সম্মুখীন হবে। মরগান স্ট্যানলিও তাদের নোটে এই বিষয়গুলোর উল্লেখ করেছে।
জিডিপি বৃদ্ধির হার কমানোর কারণ কী: ভারতে হু-হু করে বাড়ছে মুদ্রাস্ফীতি। ১৭ মাসের সর্বোচ্চে পৌঁছেছে। ব্রোকারেজ ফার্ম মরগান স্ট্যানলির মতে, এই লাগামছাড়া মুদ্রাস্ফীতি বৃদ্ধিকে প্রভাবিত করছে। নোটে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এর প্রভাবে খুচরো মুদ্রাস্ফীতি নতুন উচ্চতায় পৌঁছেছে। তবে শুধু মদ্রাস্ফীতি নয়, বাজারের ক্রমবর্ধমান চাহিদা হ্রাস, অর্থনৈতিক ফ্রন্টে চাপ, ব্যবসায় ধাক্কা এবং ক্যাপেক্স পুনরুদ্ধারে বিলম্বকে জিডিপির হার কমানোর কারণ হিসাবে দেখানো হয়েছে। বিশ্বজুড়েই জিনিসপত্রের দাম বাড়তে থাকায় মুদ্রাস্ফীতি এবং চাহিদার ঘাটতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা মরগান স্ট্যানলির।
advertisement
advertisement
ভারতে মরগান স্ট্যানলির প্রধান অর্থনীতিবিদ উপাসনা চাচড়া এই প্রসঙ্গে বলেছেন, ‘উচ্চ মুদ্রাস্ফীতি, চাহিদার ঘাটতি, আঁটসাঁট আর্থিক অবস্থা, ব্যবসায় নেতিবাচক প্রভাব এবং মূলধন ব্যয় পুনরুদ্ধারে বিলম্বের কারণেই জিডিপি বৃদ্ধির হার আরও কমবে’।
বেলাগাম মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা: ইতিমধ্যেই লাগামছাড়া মুদ্রাস্ফীতি রুখতে আসরে নেমেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই এই সিদ্ধান্ত বলে দেশের শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। এর ফলে সুদের হার বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আগামী মাসে মূল হার আরও বাড়াতে পারে আরবিআই।
advertisement
শুধু এটাই নয়, অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান দামের চাপ কমাতে রাশিয়া থেকে সস্তায় তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে ভারত। বর্তমানে ব্যারেল প্রতি ১৩৯ ডলারে তেল কেনে ভারত। রাশিয়ার থেকে সেটাই মাত্র ৩৫ ডলারের বিনিময়ে কেনার কথাবার্তা চলছে। উল্লেখ্য, ভারত তার প্রয়োজনের ৮০ শতাংশ তেলই আমদানি করে।
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
GDP Growth: মুদ্রাস্ফীতিতে জেরবার অর্থনীতি! ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস আরও কমাল মরগান স্ট্যানলি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement