নোটবন্দি ঘোষণার আগে RBI ছাড়পত্র পেয়েছিলেন মোদি? উত্তর তুলছে একাধিক প্রশ্ন

Last Updated:

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নোটবন্দির খসড়া পেশ করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ যাতে লেখা ছিল, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে ৫০০ ও ১ হাজার টাকার নোট যথাক্রমে ৭৬.৩৮ শতাংশ ও ১০৮.৯৮ শতাংশ বেড়ে গিয়েছে দেশে৷

#নয়াদিল্লি: ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোটবন্দি ঘোষণার আগে কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর ছাড়পত্র পেয়েছিল কেন্দ্রীয় সরকার? তথ্য জানার অধিকার আইনে করা এই প্রশ্নের উত্তরে রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য কিন্তু অনেকগুলি প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে৷
২০১৬ সালের ৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রীর সেই 'মিত্রোঁ' সম্বোধন করে দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণাটির পরের ঘটনাবহুল দিনগুলি এখনও ভারতবাসীর মনে টাটকা৷ সম্প্রতি এক ব্যক্তি আরটিআই-এ আবেদন করেন, নোটবন্দির ছাড়পত্র আরবিআই আগেই কেন্দ্রকে দিয়েছিল কি না৷ তাতে রিজার্ভ ব্যাঙ্কের উত্তর, ৮ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় বোর্ড মিটিং হয় রিজার্ভ ব্যাঙ্কের৷ এবং নোটবন্দি নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বেশির ভাগ ক্ষেত্রেই বিরোধী ছিল রিজার্ভ ব্যাঙ্ক৷
advertisement
ফাইল ছবি ফাইল ছবি
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নোটবন্দির খসড়া পেশ করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ যাতে লেখা ছিল, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে ৫০০ ও ১ হাজার টাকার নোট যথাক্রমে ৭৬.৩৮ শতাংশ ও ১০৮.৯৮ শতাংশ বেড়ে গিয়েছে দেশে৷ যেখানে আর্থিক বৃদ্ধির হার মাত্র ৩০ শতাংশ৷ কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের ডিরেক্টররা বিরোধিতা করে বলেন, 'আর্থিক বৃদ্ধির যে হার লেখা রয়েছে, তা ঠিক, কিন্তু দেশে মুদ্রার বৃদ্ধির হার স্বাভাবিক৷ এবং মুদ্রাস্ফীতির সঙ্গে মিলিয়ে দেখলে, খুব একটা পার্থক্য কিন্তু নেই৷'
advertisement
এমনকী রেভিনিউ ডিপার্টমেন্ট যখন দাবি করে, ভারতের অর্থনীতিতে কালো ছায়া দেখা দিচ্ছে কালোটাকার বাড়বাড়ন্তে, তখনও আরবিআই বিরুদ্ধ মত প্রকাশ করে৷ বিশ্বব্যাঙ্কের হিসেব তুলে তারা দেখিয়ে দেয়, ১৯৯৯ সালে দেশের জিডিপি বৃদ্ধির হার ২০.৭ শতাংশ থেকে বেড়ে ২০০৭ সালে ২৩.২ শতাংশ হয়েছে৷ আরটিআই কর্মী ভেঙ্কটেশ নায়েক তাঁর আবেদনে জানতে চান, নোটবন্দির আগে আরবিআই-এর প্রতিটি বৈঠক ও নথি প্রকাশ করা হোক৷ প্রথমে আরবিআই তা প্রকাশ করতে চায়নি৷ গোপনীয়তা ভঙ্গ হবে দাবি করে৷ তবে নোটবন্দির মিনিটস-এ কালোটাকার হিসেব নিয়ে কোনও তথ্য জানানো হয়নি৷
advertisement
আরও ভিডিও: নোটবন্দি, রাফাল, মহাজোট, জিএসটি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নোটবন্দি ঘোষণার আগে RBI ছাড়পত্র পেয়েছিলেন মোদি? উত্তর তুলছে একাধিক প্রশ্ন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement