নোটবন্দি ঘোষণার আগে RBI ছাড়পত্র পেয়েছিলেন মোদি? উত্তর তুলছে একাধিক প্রশ্ন
Last Updated:
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নোটবন্দির খসড়া পেশ করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ যাতে লেখা ছিল, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে ৫০০ ও ১ হাজার টাকার নোট যথাক্রমে ৭৬.৩৮ শতাংশ ও ১০৮.৯৮ শতাংশ বেড়ে গিয়েছে দেশে৷
#নয়াদিল্লি: ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোটবন্দি ঘোষণার আগে কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর ছাড়পত্র পেয়েছিল কেন্দ্রীয় সরকার? তথ্য জানার অধিকার আইনে করা এই প্রশ্নের উত্তরে রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য কিন্তু অনেকগুলি প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে৷
২০১৬ সালের ৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রীর সেই 'মিত্রোঁ' সম্বোধন করে দেশবাসীর উদ্দেশ্যে ঘোষণাটির পরের ঘটনাবহুল দিনগুলি এখনও ভারতবাসীর মনে টাটকা৷ সম্প্রতি এক ব্যক্তি আরটিআই-এ আবেদন করেন, নোটবন্দির ছাড়পত্র আরবিআই আগেই কেন্দ্রকে দিয়েছিল কি না৷ তাতে রিজার্ভ ব্যাঙ্কের উত্তর, ৮ নভেম্বর বিকেল সাড়ে ৫টায় বোর্ড মিটিং হয় রিজার্ভ ব্যাঙ্কের৷ এবং নোটবন্দি নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বেশির ভাগ ক্ষেত্রেই বিরোধী ছিল রিজার্ভ ব্যাঙ্ক৷
advertisement
advertisement
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, নোটবন্দির খসড়া পেশ করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ যাতে লেখা ছিল, ২০১১ থেকে ২০১৬ সালের মধ্যে ৫০০ ও ১ হাজার টাকার নোট যথাক্রমে ৭৬.৩৮ শতাংশ ও ১০৮.৯৮ শতাংশ বেড়ে গিয়েছে দেশে৷ যেখানে আর্থিক বৃদ্ধির হার মাত্র ৩০ শতাংশ৷ কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের ডিরেক্টররা বিরোধিতা করে বলেন, 'আর্থিক বৃদ্ধির যে হার লেখা রয়েছে, তা ঠিক, কিন্তু দেশে মুদ্রার বৃদ্ধির হার স্বাভাবিক৷ এবং মুদ্রাস্ফীতির সঙ্গে মিলিয়ে দেখলে, খুব একটা পার্থক্য কিন্তু নেই৷'
advertisement
এমনকী রেভিনিউ ডিপার্টমেন্ট যখন দাবি করে, ভারতের অর্থনীতিতে কালো ছায়া দেখা দিচ্ছে কালোটাকার বাড়বাড়ন্তে, তখনও আরবিআই বিরুদ্ধ মত প্রকাশ করে৷ বিশ্বব্যাঙ্কের হিসেব তুলে তারা দেখিয়ে দেয়, ১৯৯৯ সালে দেশের জিডিপি বৃদ্ধির হার ২০.৭ শতাংশ থেকে বেড়ে ২০০৭ সালে ২৩.২ শতাংশ হয়েছে৷ আরটিআই কর্মী ভেঙ্কটেশ নায়েক তাঁর আবেদনে জানতে চান, নোটবন্দির আগে আরবিআই-এর প্রতিটি বৈঠক ও নথি প্রকাশ করা হোক৷ প্রথমে আরবিআই তা প্রকাশ করতে চায়নি৷ গোপনীয়তা ভঙ্গ হবে দাবি করে৷ তবে নোটবন্দির মিনিটস-এ কালোটাকার হিসেব নিয়ে কোনও তথ্য জানানো হয়নি৷
advertisement
আরও ভিডিও: নোটবন্দি, রাফাল, মহাজোট, জিএসটি নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 11, 2019 11:49 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
নোটবন্দি ঘোষণার আগে RBI ছাড়পত্র পেয়েছিলেন মোদি? উত্তর তুলছে একাধিক প্রশ্ন