টাকার দরকার পড়লে কীভাবে PF অ্যাকাউন্ট থেকে তুলবেন টাকা ? জেনে নিন পুরো পদ্ধতি....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এই ভাবে তুলতে পারবেন পিএফ-এর টাকা -
#নয়াদিল্লি: আচমকা টাকার দরকার পড়লে সাধারনত সকলেই লোন নিয়ে থাকেন ৷ তবে আপনি যদি চাকুরিজীবী হন এবং প্রতি মাসে আপনার বেতন থেকে পিএফ-এর টাকা কাটা হলে দরকারে পিএফ অ্যাকাউন্ট থেকেও টাকা তুলতে পারবেন ৷ দরকারে টাকা তোলার বিষয়ে সাবস্ক্রাইবার্সদের ছাড় দিয়ে থাকে EPFO ৷
দু’ মাসের বেশি চাকরি না থাকলে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন ৷ এছাড়া অসুস্থতা, সন্তানদের পড়াশোনা থেকে বাড়ি বানানোর জন্য পিএফ-এর টাকা ব্যবহার করতে পারবেন ৷ কিন্তু টাকা তোলার কোনও সঠিক কারন না থাকলে পিএফ অ্যাকাউন্ট থেকে বেশি টাকা তুলতে পারবেন না ৷
advertisement
advertisement
এই ভাবে তুলতে পারবেন পিএফ-এর টাকা -
১. ইউএএন (UAN) পোর্টালে গিয়ে লগইন করতে হবে ৷ ক্যাপচা কোড এন্টার করে সাইন ইন করতে হবে ৷
২. এবার টপ মেনুতে অনলাইন সার্ভিসেস ট্যাবে গিয়ে ক্লেম (Form 31, 19 ও 10C)’ অপশনে ক্লিক করতে হবে ৷
advertisement
৩. এখানে মেম্বার্স ডিটেল, KYC ডিটেলের সঙ্গে একটি নতুন পেজে নিয়ে যাবে ৷ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ও ভেরিফাই বটনে ক্লিক করতে হবে ৷ এবার আপনার টাকা তোলার কারণ দিতে হবে ৷
৪. সার্টিফিকেট অফ আন্ডারটেকিং নামে একটি পপ আপ দেখা যাবে ৷ সেখানে হ্যাঁ-র উপরে ক্লিক করতে হবে ৷
advertisement
৫. ফের ড্রপডাউন মেনুতে গিয়ে ‘আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর’ অপশনে সিলেক্ট করতে হবে এবং ‘কেবল পিএফ উইথড্রয়েল (Form 19)’ অপশন সিলেক্ট করতে হবে ৷
৬. অ্যাড্রেস সেকশন ফিল আপ করে আপনার পাসবুক বা চেকবুক স্ক্যান করে কপি আপলোড করতে হবে ৷
advertisement
এই ভাবে অনলাইনে ট্রান্সফার করুন পিএফ অ্যাকাউন্ট -
-- প্রথমে EPFO মেম্বার পোর্টালে লগইন করতে হবে
--এরপর অনলাইন সার্ভিসে গিয়ে ওয়ান মেম্বার ওয়ান অ্যাকাউন্টে ক্লিক করে ট্রান্সফার রিকোয়েস্টে ক্লিক করতে হবে
--Get Details এ ক্লিক করার পর পুরনো এমপ্লয়মেন্টের ডিটেল ইনফর্মেশন আপনার সামনে চলে আসবে
--এবার প্রিভিয়াস বা কারেন্ট এমপ্লয়ারের মধ্যে যে কোনও একজনকে সিলেক্ট করতে হবে
advertisement
-- এরপর UAN এ যে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়েছেন তাতে ওটিপি পাওয়ার জন্য ‘Get OTP’-তে ক্লিক করতে হবে
-- ওটিপি দিয়ে এবার সাবমিট বটনে ক্লিক করতে হবে
-- যে এমপ্লয়ারকে সিলেক্ট করেছেন তিনি ভেরিফাই করার পর EPFO আপনার EPF অ্যাকাউন্টকে অনলাইন ট্রান্সফার করে দেবে
-- অ্যাকাউন্ট ট্রান্সফার হওয়ার পর নতুন এমপ্লয়ার ওই অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডের টাকা জমা করতে পারবেন এবং আপনি ইপিএফও মেম্বার পোর্টালে সেটা চেক করতে পারবেন ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 11, 2022 11:48 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
টাকার দরকার পড়লে কীভাবে PF অ্যাকাউন্ট থেকে তুলবেন টাকা ? জেনে নিন পুরো পদ্ধতি....